মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম তাদের হালনাগাদ ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ ঘোষণা দিয়েছে। ২০২০ সালের অধিকাংশ শীর্ষ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নতুন এ প্রসেসর যুক্ত থাকবে। স্যামসাং, ওয়ান প্লাস, শাওমি, রিয়েলমি, আসুস, অপোসহ অন্যান্য বড় কয়েকটি ব্র্যান্ড তাদের প্রিমিয়াম স্মার্টফোনে কোয়ালকমের তৈরি নতুন চিপসেট ব্যবহারের ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন টেক সামিট নামের এক অনুষ্ঠানে নতুন চিপসেট প্রদর্শন করেছে কোয়ালকম। নতুন এ চিপসমৃদ্ধ স্মার্টফোন নিয়ে কাজ করার ঘোষণাও এসে গেছে।
চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি জানিয়েছে, তাদের ফ্ল্যাগশিপ ‘এমআই ১০’ স্মার্টফোনে কোয়ালকমের নতুন চিপসেটের ব্যবহার দেখা যাবে। আগামী বছরের প্রথম প্রান্তিকেই নতুন এ চিপসেটের দেখা মিলবে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে নতুন চিপসেটযুক্ত স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে অপো। প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে ফিরতে লেনোভোও নতুন চিপসেটনির্ভর স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটনির্ভর নতুন স্মার্টফোন আনার পরিকল্পনা রয়েছে রিয়েলমির।
আগামী বছরের ফেব্রুয়ারিতে কোয়ালকমের তৈরি চিপসেটে এস সিরিজের স্মার্টফোন আনার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি এস ১১ ও ১১ প্লাস মডেলের স্মার্টফোনে এ চিপসেট ব্যবহৃত হতে পারে।
নতুন এ প্রসেসরে রয়েছে কাইরো ৮৬৫ সিপিইউ, যা গত বছরে বাজারে আসা স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেটের চেয়ে ২৫ শতাংশ দ্রুতগতির। এতে নতুন ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি) স্পেকট্রা ৪৮০ যুক্ত করা হয়েছে, যা প্রতি সেকেন্ডে ২ গিগাপিক্সেল সমর্থন করে। এই চিপসেটে ৪কে এইচডিআর মানের ভিডিও, ৮ কে মানের ভিডিও বা ২০০ মেগাপিক্সেল ছবি তোলার কাজ করা যাবে।