মোবাইল রিচার্জসহ নতুন ফিচার আনল এক্সট্রা

অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ সুবিধাসহ পছন্দসই উপহার কেনার সুবিধা আনল ডিজিটাল উপহার পাঠানোর প্ল্যাটফর্ম এক্সট্রা। করপোরেট ও ব্যক্তিগত ব্যবহারকারীর চাহিদা অনুসারে অ্যাপটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। এক্সট্রা ব্যবহারকারীরা নিজের মোবাইল রিচার্জ পাঠানোর পাশাপাশি মোবাইল রিচার্জ উপহার হিসেবে পাঠাতে পারবেন। নতুন ফিচার ব্যবহার করে উপহার প্রেরক যেকোনো পরিমাণ উপহারের মূল্য পরিশোধ করলে প্রাপক তার পছন্দের দোকান থেকে নিজের পছন্দের জিনিস কিনতে পারবেন।

এক্সট্রার উদ্যোক্তা মঞ্জুরুল আলম বলেন, এক্সট্রা উপহার গ্রহণকারী বা প্রাপকে পছন্দের দোকান বেছে নেওয়ার সুযোগ দেবে। অ্যাপের নতুন সংস্করণটিতে ওয়েব অ্যাপ্লিকেশন ছাড়াও মোবাইল অ্যাপ থেকে করপোরেট উপহার পাঠানো, ভালোভাবে অনুসন্ধান সুবিধা প্রভৃতি যুক্ত হয়েছে। অ্যাপটিকে গ্রাহকের জন্য সহজবোধ্য করতে নকশাতেও পরিবর্তন করা হয়েছে। অ্যাপটির ব্যবহারকারীও দ্রুত বাড়ছে। ব্যবহারকারীরা সহজে প্রিয়জনকে মোবাইল রিচার্জ বা উপহার পাঠাতে অ্যাপটি ব্যবহার করছেন।

অ্যাপটির ডাউনলোডের ঠিকানা https://bit.ly/2KlgRgs

আরও পড়ুন:

ডিজিটাল উপহার