বার্সেলোনায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে (এমডব্লিউসি) মুঠোফোনের চমকের পাশাপাশি দেখা মিলেছে ল্যাপটপেরও। হালনাগাদ প্রযুক্তির ল্যাপটগগুলো পরখ করে দেখেছেন প্রযুক্তিপ্রেমীরাও। এমডব্লিউসিতে দেখানো নতুন মডেলের ল্যাপটপ দেখা যাক এখানে।
স্যামসাং
ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে নিজেদের বুক টু ল্যাপটপ সিরিজ প্রদর্শন করেছে স্যামসাং। গ্যালাক্সি বুক টু প্রো ৩৬০, গ্যালাক্সি বুক টু প্রো, গ্যালাক্সি বুক টু ৩৬০ এবং গ্যালাক্সি বুক টু বিজনেস মডেলের ল্যাপটপগুলোর মধ্যে প্রযুক্তিপ্রেমীদের কাছে গ্যালাক্সি বুক টু প্রো ৩৬০ ও গ্যালাক্সি বুক টু প্রো ল্যাপটপ দুটো সাড়া ফেলেছে। দুটি মডেলের পর্দার আকার যথাক্রমে ১৩.৩ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি। ল্যাপটপ দুটিতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামলয়েড এফ এইচডি ডিসপ্লে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের ১২ জেনারেশনের কোর আই ৫ এবং কোর আই ৭ প্রসেসর। র্যাম ৮ ও ১৬ গিগাবাইট থাকলেও ধারণক্ষমতা ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। জুম মিটিংয়ের কথা মাথায় রেখে ল্যাপটপ দুটিতে ১০৮০ প্রিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। একই সঙ্গে দ্রুতগতির চার্জিং সুবিধাও রয়েছে। ৬৫ ওয়ার্ডে দ্রুতগতির চার্জারের কারণে ৩০ মিনিটে প্রায় ৪০ শতাংশ চার্জ হবে ল্যাপটপগুলো। নিরাপত্তার জন্য ল্যাপটপগুলোতে আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
লেনেভো
ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে লেনেভো নিজেদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ প্রদর্শন করেছে। আইডিয়া প্যাড ফ্লেক্স ফাইভ আই এবং ফ্লেক্স ফাইভ মডেলের ল্যাপটপ দুটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এগুলো ৩৬০ ডিগ্রি ভাঁজ করে ব্যবহার করা যায়। ফ্লেক্স ফাইভ আইতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৭ ইউ সিরিজের ১২ জেনারেশনের প্রসেসর। সঙ্গে রয়েছে ইন্টেল আইরিশ এক্স ম্যাক্স গ্রাফিকস সুবিধা। ফ্লেক্স ফাইভে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৭ প্রসেসর। সঙ্গে রয়েছে বিল্ডিং রেডিওন গ্রাফিকস। ১৪ ও ১৬ ইঞ্চি পর্দার দুটি মডেলের ল্যাপটপে রয়েছে ওলেড ডিসপ্লে সুবিধা। ব্যবহারকারীরা চাইলেই কি-বোর্ড খুলে ল্যাপটপ দুটি আলাদাভাবে ব্যবহার করতে পারবেন।
সূত্র : জিডিনেট