মেসেঞ্জার গ্রুপে বিনিময় করা বার্তা ও কলের নিরাপত্তায় এবার এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু করেছে মেটা। নতুন এ সুবিধা চালুর ফলে মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপের সদস্যদের বিনিময় করা সব তথ্য প্রেরকের কাছ থেকেই বিশেষ কোডের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হবে। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডযুক্ত বার্তাকে সাধারণ বার্তায় পরিণত করা হবে। ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারবেন না।
মেসেঞ্জারের ফোনকলও কোডযুক্ত করে প্রাপকের কাছে পাঠানো হবে। তবে এ জন্য বাড়তি কোনো সময় না লাগায় বর্তমানের মতোই সরাসরি কথা বলা যাবে। অডিওর পাশাপাশি ভিডিও কলেও এ সুযোগ মিলবে। তবে স্বয়ংক্রিয়ভাবে নয়, ম্যানুয়ালি চালু করলেই কেবল এ সুবিধা পাওয়া যাবে। গত বছর থেকেই গ্রুপের বার্তা ও কলের নিরাপত্তায় এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালুর জন্য কাজ করছিল মেসেঞ্জার।
এত দিন ‘সিক্রেট কনভারসেশন মোড’ কাজে লাগিয়ে কোনো ব্যক্তির সাথে এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে বার্তা পাঠানো ও কল করার সুযোগ মিলত। নতুন এ সুবিধা চালুর ফলে একাধিক ব্যক্তিকে নিরাপদে বার্তা পাঠানোর পাশাপাশি কলও করা যাবে।
মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে অনেক আগে থেকেই এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু রয়েছে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ