পরামর্শ

মূল বই পড়ে বিষয়বস্তু আয়ত্তে আনতে হবে

আনোয়ারা বেগম
আনোয়ারা বেগম

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবে, তাদের শুভেচ্ছা রইল। সৃজনশীল প্রশ্নপদ্ধতি নিয়ে ভয়ের কিছু নেই। কারণ, মুখস্থভীতি থেকে রেহাই পেয়েছ; পাশাপাশি নিজেদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছ।
মূল বই বারবার পড়ে বিষয়বস্তু আয়ত্তে আনতে হবে। পাঠ্যবইয়ের ভেতর থেকে প্রশ্ন হয়। অনুশীলনের মাধ্যমে যত বেশি বিষয়বস্তুর ভেতরে প্রবেশ করতে পারবে, তত বেশি বিষয়ের ওপর দক্ষতা বাড়বে। পড়া বোঝার মধ্যেই আনন্দ। এ সত্যকে মেনে নিয়ে পাঠে মনোনিবেশ করতে হবে। পাঠ্যবইয়ের বিষয়গুলোকে জীবনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। শিক্ষা হলো জ্ঞান অনুধাবন ও প্রয়োগে দক্ষতা অর্জন।

অধ্যক্ষ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম