মাইক্রোসফট টিমস
মাইক্রোসফট টিমস

মাইক্রোসফট টিমস থেকেই লিংকডইন প্রোফাইল দেখা যাবে

অডিও বা ভিডিও কলের সময়ই পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের লিংকডইন প্রোফাইল দেখতে পারবেন মাইক্রোসফট টিমস ব্যবহারকারীরা। এ জন্য লিংকডইন অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে না তাঁদের। নতুন এ সুবিধা দিতে লিংকডইন ব্যবহারকারী ব্যক্তিদের প্রোফাইলে থাকা তথ্য মাইক্রোসফট টিমসে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। উল্লেখ্য, পেশাজীবীদের জনপ্রিয় যোগাযোগমাধ্যম লিংকডইন ও ব্যবসায়িক যোগাযোগের প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস—উভয়ই মাইক্রোসফটের মালিকানায় পরিচালিত হয়।

আগামী মাস থেকে মাইক্রোসফট টিমসের সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন। ফলে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে অডিও বা ভিডিও কল করার সময়ই তাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাবে। এতে বর্তমানের চেয়ে আরও ভালোভাবে ব্যবসায়িক আলোচনা সম্ভব হবে। তবে চাইলেই সব লিংকডইন ব্যবহারকারীর তথ্য জানা যাবে না। মাইক্রোসফট টিমস অ্যাকাউন্টে লিংকডইন প্রোফাইল যুক্ত করা ব্যক্তিদের তথ্যই অন্যরা জানার সুযোগ পাবেন।

নতুন এ সুবিধা দিতে শিগগিরই মাইক্রোসফট টিমসে লিংকডইনের একটি আইকন যুক্ত করা হবে। আইকনটিতে ক্লিক করে নিজেদের লিংকডইন প্রোফাইলের তথ্য মাইক্রোসফট টিমসে যুক্ত করা যাবে। চাইলে মাইক্রোসফট টিমস থেকেও সরাসরি লিংকডইন অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ মিলবে।

উল্লেখ্য, ২০১৬ সালে লিংকডইনকে কিনে নেয় মাইক্রোসফট। পেশাজীবীদের জন্য তৈরি সামাজিক যোগাযোগের সাইটটির তথ্য যুক্ত হলে মাইক্রোসফট টিমসের ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া