দেশের বাইরে থেকে দেশে প্রিয়জনকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উপহার পাঠানো যাবে। দেশের ডিজিটাল উপহার সেবাদাতা প্ল্যাটফর্ম এক্সট্রাগিফট ডটকম সম্প্রতি 'গিফট ম্যানেজমেন্ট এশিয়া প্রাইভেট লিমিটেড গিফট ডটকমের সঙ্গে চুক্তি করেছে। এতে গিফট ডটকম থেকে দেশে এক্সট্রার মাধ্যমে উপহার পাঠানো যাবে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ব্যাংক, টেলকো, এফএমসিজিসহ প্রতিষ্ঠানের উপহার ব্যাবস্থাপনায় যৌথভাবে কাজ করবে দুটি প্রতিষ্ঠান। গিফট বিশ্বের একটি বড় গ্লোবাল লয়াল্টি মার্কেটপ্লেস যাদের ৫৫ টি দেশে ২ হাজারের বেশি গ্রাহক রয়েছে। তারা ব্যাংক, এয়ারলাইন্স, হসপিটালিটি খাতে কাজ করে। সারা বিশ্বে বিশাল মার্চেন্ট নেটওয়ার্ক নিয়ে কাজ করে। অন্যদিকে, দেশে প্রিয়জনকে অ্যাপের মাধ্যমে ডিজিটাল গিফট ভাউচার পাঠানোর প্ল্যাটফর্ম এক্সট্রা ইবিএল এবং এমটিবি ব্যাংকও প্রতিষ্ঠানে করপোরেট উপহার নিয়ে কাজ করছে।