মুখের কথা রেকর্ড করে প্রিয়জনদের কাছে পাঠান অনেকেই। কিন্তু ইচ্ছা থাকলেও সুন্দর বাচনভঙ্গিতে কথাগুলো রেকর্ড করা আর হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায়, সুন্দরভাবে কথা রেকর্ডিংয়ের শেষ মুহূর্তে শব্দের উচ্চারণে ভুল হয়। সমস্যা সমাধানে রেকর্ডের সময় ইচ্ছামতো বিরতি নেওয়ার সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বিরতির পর থেকে পুনরায় রেকর্ড করা যাবে।
রেকর্ডের সময় ইচ্ছামতো বিরতি নেওয়ার সুযোগ দিতে আইওএস ব্যবহারকারীদের জন্য ২২.২.৭৫ সংস্করণ উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবর থেকেই ফিচারটির কার্যকারিতা পরখ করছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
নতুন এ সংস্করণে আরেকটি মজার সুবিধা যোগ করা হয়েছে। ‘ফোকাস মোড সাপোর্ট’ নামের ফিচারটি চালু করলে হোয়াটসঅ্যাপে কেউ বিরক্ত করতে পারবে না। ‘ডু নট ডিস্টার্ব’–এর আদলে তৈরি হলেও অন্য ব্যবহারকারীদের পাঠানো বার্তা ও ছবি ঠিকই দেখা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহারকারীরা এসব সুবিধা ব্যবহার করতে পারবেন।