বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দ গঠন
১। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
ক. ফুসফুস খ. কণ্ঠ
গ. স্বরতন্ত্রী ঘ. শ্বাসনালি
উত্তর: ক. ফুসফুস
২। ‘ঘেউ ঘেউ’ কোন জাতীয় শব্দ?
ক. মৌলিক শব্দ খ. ধনাত্মক শব্দ
গ. অনুকার শব্দ ঘ. যৌগিক শব্দ
উত্তর: খ. ধনাত্মক শব্দ
৩। নিচের কোন ধনাত্মক শব্দগুলো মানুষের অনুকৃতি?
ক. ঘচঘচ, গুড়গুড়, কা কা
খ. গরগর, মড়মড়, চোঁ চোঁ
গ. হিহি, গুনগুন, ট্যা ট্যা
ঘ. খকখক, ঝমঝম, ছমছম
উত্তর: গ. হিহি, গুনগুন, ট্যা ট্যা
৪। কোন ধনাত্মক শব্দগুলো জীবজন্তুর অনুকৃতি?
ক. মিউমিউ, ঘচঘচ
খ. ঘেউ ঘেউ, কুহুকুহু
গ. কুটকুট, খকখক
ঘ. ঝিকিঝিকি, ঝমঝম
উত্তর: খ. ঘেউ ঘেউ, কুহুকুহু
৫। কোনটি বস্তুর ধ্বনি অনুকৃতি?
ক. গরগর খ. খকখক
গ. চোঁ চোঁ ঘ. মড়মড়
উত্তর: ঘ. মড়মড়
৬। কোন ধনাত্মক শব্দটি অনুভূতির কাল্পনিক অনুকৃতি?
ক. গুনগুন খ. হিহি
গ. ছমছম ঘ. ফলফল
উত্তর: গ. ছমছম
৭। শব্দের অনুকরণে যেসব শব্দ সৃষ্টি হয় তাকে বলে—
ক. অনুকার শব্দ খ. মৌলিক শব্দ
গ. শব্দদ্বৈত ঘ. ধনাত্মক শব্দ
উত্তর: ক. অনুকার শব্দ
৮। কোনটি অনুকার শব্দ?
ক. কাপড়চোপড় খ. ভয়ভয়
গ. দিনদিন ঘ. মাথামুণ্ডু
উত্তর: ক. কাপড়চোপড়
৯। জড়সড়ো, গোছগাছ, রান্নাবান্না- এগুলো হলো—
ক. শব্দদ্বৈত খ. দেশি শব্দ
গ. অনুকার শব্দ ঘ. ধনাত্মক শব্দ
উত্তর: গ. অনুকার শব্দ
১০। ‘গোছগাছ’ কোন ধরনের শব্দ?
ক. তৎসম শব্দ খ. শব্দদ্বৈত
গ. অনুকার শব্দ ঘ. ধনাত্মক শব্দ
উত্তর: গ. অনুকার শব্দ
১১। একই শব্দ দুবার ব্যবহূত হয়ে অর্থের অভিব্যক্তিকে জোরালো করে কোন শব্দ?
ক. তৎসম শব্দ খ. শব্দদ্বৈত
গ. অনুকার শব্দ ঘ. ধনাত্মক শব্দ
উত্তর: গ. অনুকার শব্দ
১২। কোনটি দিরুক্তি শব্দ?
ক. লাল লাল খ. চোটপাট
গ. মড়মড় ঘ. ঝিকিমিকি
উত্তর: ক. লাল লাল
১৩। ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘কার’ যোগ করে কোন শব্দটি গঠিত হয়েছে?
ক. অভাব খ. ঢাকাই
গ. দিগন্ত ঘ. বাড়ি
উত্তর: ঘ. বাড়ি
১৪। ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ফলা’ যুক্ত হয়ে কোন শব্দটি গঠিত হয়েছে?
ক. জ্বলন খ. বক্র
গ. নিরেট ঘ. পদ্ধতি
উত্তর: খ. বক্র।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল