জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা ২য় পত্র

ভাষা 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক. ভাবের খ. অন্তরের
গ. ধ্বনির ঘ. কাজের
উত্তর: ক. ভাবের
২। আঞ্চলিক ভাষার অপর নাম কী ?
ক. বিদেশি ভাষা খ. চলিত ভাষা
গ. উপভাষা ঘ. সাধু ভাষা
উত্তর: গ. উপভাষা
৩। জন্মলগ্ন থেকে মায়ের কাছ থেকে যে ভাষা শেখা হয় তাকে বলে—
ক. জন্মভাষা খ. মাতৃভাষা
গ. নিজের ভাষা ঘ. স্বভাষা
উত্তর: খ. মাতৃভাষা
৪। পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা?
ক. ২৬ কোটি খ. ৩০ কোটি
গ. ৩২ কোটি ঘ. ৩৩ কোটি
উত্তর: খ. ৩০ কোটি
৫। মাতৃভাষার বিবেচনায় পৃথিবীতে বাংলায় স্থান কততম?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
উত্তর: ঘ. চতুর্থ
৬। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলে—
ক. মাতৃভাষা খ. জাতীয় ভাষা
গ. রাষ্ট্রভাষা ঘ. স্বীকৃত ভাষা
উত্তর: গ. রাষ্ট্রভাষা
৭। বাংলাদেশের রাষ্ট্রভাষা কী?
ক. বাংলা খ. ইংরেজি
গ. উর্দু ঘ. হিন্দি
উত্তর: ক. বাংলা
৮। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা আছে?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
উত্তর: গ. তৃতীয়
৯। ভাষা কী ?
ক. ভাব প্রকাশের মাধ্যম
খ. ধ্বনির সমষ্টি
গ. উচ্চারণের প্রতীক
ঘ. কণ্ঠের উচ্চারণ
উত্তর: ক. ভাব প্রকাশের মাধ্যম
১০। মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি ?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাগ্যন্ত্র ঘ. ভাষা
উত্তর: ঘ. ভাষা
১১। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
ক. কলমের সাহায্যে
খ. ঠোঁটের সাহায্যে
গ. ফুসফুসের সাহায্যে
ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে
উত্তর: ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে
১২। নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক. ইঙ্গিতের সাহায্যে
খ. কণ্ঠধ্বনির সাহায্যে
গ. চিত্রাঙ্কনের সাহায্যে
ঘ. ঘোষ ধ্বনির সাহায্যে
উত্তর: খ. কণ্ঠধ্বনির সাহায্যে
১৩। মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. ভাষা ঘ. বর্ণ
উত্তর: গ. ভাষা
১৪। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগধারার খ. ফুসফুসের
গ. বাগ্যন্ত্রের ঘ. চক্ষু ও কর্ণের
উত্তর: গ. বাগ্যন্ত্রের
১৫। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ?
ক. ইঙ্গিত খ. ভাষা
গ. চিত্র ঘ. আচরণ
উত্তর: খ. ভাষা
১৬। ভাষা বলতে কী বোঝায়?
ক. অর্থবোধক ধ্বনি সমষ্টি
খ. অর্থহীন ধ্বনি সমষ্টি
গ. ইশারা-ইঙ্গিত ঘ. ছবি
উত্তর: ক. অর্থবোধক ধ্বনি সমষ্টি
১৭। মুখ নিঃসৃত ধ্বনি সমষ্টির অর্থবোধক মিলনে কী গঠিত হয় ?
ক. শব্দ খ. বাক্য গ. ভাষা ঘ. পদ
উত্তর: গ. ভাষা
১৮। পশু বা পাখির ডাককে ভাষা বলা হয় না কেন?
ক. খুবই সহজ বলে
খ. মানুষ বুঝতে পারে না বলে
গ. মানুষের কাছে দুর্বোধ্য বলে
ঘ. মানুষের কথা নয় বলে
উত্তর: খ. মানুষ বুঝতে পারে না বলে
১৯। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান—
ক. পঞ্চম খ. চতুর্থ গ. নবম ঘ. সপ্তম
উত্তর: খ. চতুর্থ
২০। আমাদের নিকট বাংলা কী ধরনের ভাষা?
ক. মনের ভাষা খ. দেশের ভাষা
গ. মুখের ভাষা ঘ. মাতৃভাষা
উত্তর: ঘ. মাতৃভাষা
২১। বাংলা ভাষায় কত লোক কথা বলে?
ক. দশ কোটি খ. পনেরো কোটি
গ. বিশ কোটি ঘ. ত্রিশ কোটি
উত্তর: ঘ. ত্রিশ কোটি
২২্ । বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?
ক. কথ্য-লেখ্য খ. কথ্য-প্রমিত
গ. প্রমিত-লেখ্য ঘ. লেখ্য-আঞ্চলিক
উত্তর: ক. কথ্য-লেখ্য
২৩। সাধু ও চলিতরীতি বাংলা কোন রূপে রয়েছে?
ক. লেখ্য খ. কথ্য
গ. আঞ্চলিক ঘ. উপভাষা
উত্তর: ক. লেখ্য
২৪। বাংলা ভাষার রীতি কয়টি ?
ক. দুটি খ. চারটি গ. একটি ঘ. ছয়টি
উত্তর: ক. দুটি
২৫। বিভিন্ন ক্ষুদ্র্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?
ক. উপভাষা খ. সাধু ভাষা
গ. চলিত ভাষা ঘ. লেখ্য ভাষা
উত্তর: ক. উপভাষা।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল