বচন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে বচন নিয়ে একটি মডেলটেস্ট।
মডেল টেস্ট
২৫. কেবল অপ্রাণীবাচক শব্দের বহুবচন বোঝাতে কোনগুলো ব্যবহূত হয়?
ক. মণ্ডলী, আবলি, সব খ. নিকর, পুঞ্জ, দাম, মালা, রাজি
গ. কুল, নিচয়, সমূহ ঘ. গণ, বৃন্দ, বর্গ
২৬. জন্তুর ক্ষেত্রে ব্যবহূত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক. পাল, যূথ খ. গণ, বর্গ গ. দুচ্ছ, পুঞ্জ ঘ. সমূহ, সকল
২৭. বহুবচনে কয়টি সংখ্যা নির্দেশ করে?
ক. পাঁচটি খ. ছয়টি গ. একাধিক ঘ. একটি
২৮. অপ্রাণী বা ইতর প্রাণীবাচক বহুবচনে কোনটি যুক্ত হয়? ক. দের খ. গুলো গ. দিগের ঘ. রা
২৯. পদের শেষে বহুত্বজ্ঞাপক বিভক্তি বা প্রত্যয় যোগ করে বহুবচন বোঝানো যায়। এর উদাহরণ কোনটি?
ক. ছাত্ররা খ. ধনরাজি গ. বীরবৃন্দ ঘ. তরঙ্গমালা
৩০. বহুত্বজ্ঞাপক বা সমষ্টিবাচক পদ বিশেষণ রূপে শব্দের আগে বসিয়ে বহুবচন করা হয়েছে কোন শব্দে?
ক. জলরাশি খ. সুধীমণ্ডলী গ. কত বই ঘ. রচনাবলি
৩১. কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
ক. পক্ষীবৃন্দ খ. জলরাশি গ. মনুষ্যযূথ ঘ. তরঙ্গমালা
৩২. বহুবচন প্রকাশে কোন সমষ্টিবাচক শব্দটি ব্যবহূত হয়? ক. আবলি খ. খানা গ. টি ঘ. রা
৩৩. ‘দেব’ শব্দের সঠিক বহুবচন কোনটি?
ক. দেবশ্রেণী খ. দেবদল গ. দেবপাল ঘ. দেবগণ
৩৪. ‘গ্রন্থ’ শব্দের সঠিক বহুবচন কোনটি?
ক. রচনাবলি খ. গ্রন্থাবলি গ. গ্রন্থমালা ঘ. গ্রন্থরাজি
৩৫. ‘রচনা’ শব্দটির বহুবচন কোনটি?
ক. রচনাবলি খ. রচনাবৃন্দ গ. রচনাসকল ঘ. রচনারাজি
৩৬. কোনটি সঠিক বহুবচন?
ক. ছাত্রাবলি খ. ছাত্রগুলো গ. সব ছাত্র ঘ. ছাত্রমালা
৩৭. কোনটি সঠিক বহুবচন?
ক. পুষ্পরাশি খ. পাখিপাল গ. কেশমালা ঘ. বন্ধুবর্গ
৩৮. বাড়ি বাড়ি, বড় বড়, সাদা সাদা ইত্যাদি শব্দে কী অর্থে দ্বিরুক্ত হয়েছে?
ক. একবচন খ. ঈষৎ গ. বহুবচন ঘ. কোনোটিই নয়
৩৯. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
ক. সাহেবমণ্ডলী খ. সাহেবসমূহ
গ. সাহেবান ঘ. সাহেবকুল
৪০. ‘লাল লাল ফুল’ বাক্যে কী অর্থে দ্বিরুক্তি হয়েছে?
ক. একবচন খ. বহুবচন গ. ঈষৎ ঘ. সবগুলো
৪১. কোনটি একবচনের উদাহরণ?
ক. মানুষ মরণশীল খ. বনে বাঘ থাকে
গ. লোকে বলে ঘ. শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
৪২. ‘পর্বত’ শব্দের বহুবচন কোনটি?
ক. পর্বতমালা খ. পর্বতগুচ্ছ গ. পর্বতসমূহ ঘ. পর্বতপুঞ্জ
৪৩. কোনটি সঠিক বচনবোধক শব্দ?
ক. ডাকাতপুঞ্জ খ. জনগণ গ. হস্তিদাম ঘ. কুসুমাবলি
৪৪. কোনটি বিভক্তিযোগে গঠিত বহুবচনবোধক শব্দ?
ক. ছাত্ররা খ. তারকারাজি গ. বুজুর্গান ঘ. হস্তিযূথ
৪৫. ‘রা’ যুক্ত বহুবচনের ব্যবহারে কোনটি ব্যতিক্রম?
ক. পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল
খ. ছেলেরা মাঠে গেল খেলতে
গ. পাখিরা চায় শুধু আকাশের নীল
ঘ. ছাত্ররা পড়ে শেখে
৪৬. কোনটি সঠিক বহুবচন?
ক. হস্তিযূথ খ. মন্ত্রিগণ গ. কবিতাবর্গ ঘ. তারকাযূথ
৪৭. নিচের কোনটি শুদ্ধ?
ক. পাখিগণ খ. মেঘপুঞ্জ গ. কবিতানিচয় ঘ. পর্বতরাজি
৪৮. কোনটি সঠিক বহুবচন?
ক. মন্ত্রিসমূহ খ. মন্ত্রিরাজি গ. মন্ত্রিপুঞ্জ ঘ. মন্ত্রিবর্গ
৪৯. বহুবচন হয় না কোনগুলোর?
ক. পানি, সোনা, রুপা খ. বই, কলম, কাগজ
গ. জামা, টাকা, বাড়ি ঘ. ছাত্র, ফুল, মানুষ
৫০. সমষ্টিবাচক শব্দযোগে বহুবচনের উদাহরণ কোনটি?
ক. ছাত্ররা খ. বইগুলো গ. ছাত্রদের ঘ. গ্রন্থাবলি।
৫১. ‘ফুল’ শব্দের সঠিক বহুবচন কোনটি?
ক. ফুলদল খ. ফুলরাজি গ. ফুলসব ঘ. ফুলশ্রেণী
৫২. নিচের কোনটি সঠিক বহুবচন?
ক. ধনরাজি খ. ছাত্রবৃন্দ গ. ঘটনাবলি ঘ. তরুণদল
৫৩. সর্বনামের বহুবচন কোনটি?
ক. তারা খ. ফুলদল গ. দ্বীপপুঞ্জ ঘ. মেঘমালা
৫৪. একবাক্যে কয়বার বহুবচন ব্যবহার করা যায়?
ক. একবার খ. দুইবার গ. তিনবার ঘ. চারবার।
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
বচন: ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ক ৩৬. গ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. গ ৪০. খ ৪১. ঘ ৪২. ক ৪৩. খ ৪৪. ক ৪৫. গ ৪৬. ক ৪৭. খ ৪৮. ঘ ৪৯. ক ৫০. ঘ ৫১. ক ৫২. গ ৫৩. ক ৫৪. ক।