কেউ এনেছেন শাড়ি-জামা, কেউবা চামড়ার ওয়ালেট-পার্স-ব্যাগ। কারও কাছে জুতা ও উপহার সামগ্রী। এসব পণ্য তাঁরা বিক্রি করতে এসেছেন হাটে। বিক্রেতারা সবাই উদ্যোক্তা। নবীন উদ্যোক্তাদের এই হাট আজ শনিবার দুপুর থেকে ঢাকার পান্থপথে সামরাই কনভেনশন সেন্টারে শুরু হয়েছে।
হাটের আহ্বায়ক আসাদ ইকবাল জানান, ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের উদ্যোগে এটি। নবীন উদ্যোক্তাদের পণ্য ও সেবা সাধারণের সামনে তুলে ধরার জন্য এই হাটের আয়োজন করা হয়েছে। তিন দিনের এ হাটে প্রায় ৫০ জন উদ্যোক্তা পণ্য বিক্রি করবেন।
ই-কমার্স প্ল্যাটফর্ম আজকের ডিল এই হাটের আয়োজক। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
হাটে উদ্যোক্তারা নানান সুযোগ ও ছাড়ের ব্যবস্থা রেখেছে। দুপুরে বেলুন উড়িয়ে হাটের উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দেশের অন্যতম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান, উদ্যোক্তা হাটের আহ্বায়ক আসাদ ইকবাল প্রমুখ। উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
আরও পড়ুন...
ঢাকায় উদ্যোক্তাদের হাট বসছে