সমালোচনা, নিষেধাজ্ঞা—কিছুই ঠেকাতে পারেনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের অগ্রযাত্রা। এ বছর বিশ্বজুড়ে শীর্ষ ডাউনলোডের তালিকায় প্রথমেই রয়েছে টিকটকের নাম। করোনাকালে ঘরবন্দি সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে কিশোর–কিশোরীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চীনা অ্যাপটি।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপটপিয়ার করা বিশ্বের সবচেয়ে ডাউনলোড হওয়া (নামানো) অ্যাপের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ছবি ও ভিডিও বিনিময়ের সাইট ইনস্টাগ্রাম। এর পরই রয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। তিনটি অ্যাপই মার্ক জাকারবার্গের মেটা প্রতিষ্ঠানের আওতাধীন। অ্যাপ নামানোর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আইপি ফোন করার অ্যাপ টেলিগ্রাম। ষষ্ঠ স্থানে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট।
ভিডিও মিটিং করার সফটওয়্যার জুম রয়েছে সপ্তম স্থানে। করোনাকালে ঘরে বসে কাজ বা পড়ালেখার সুযোগ দিয়ে বছরজুড়ে আলোচনায় রয়েছে অ্যাপটি। অষ্টম স্থানে আবারও জায়গা করে নিয়েছে মেটার আওতাধীন মেসেঞ্জার। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট ও অডিও স্ট্রিম সেবা স্পটিফাই।
সূত্র: ম্যাশেবল