আসছে

ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে মটোরোলা রেজর

ফোল্ডেবল ডিসপ্লে
ফোল্ডেবল ডিসপ্লে

প্রায় ১৫ বছর পর আবারও বাজারে দেখা যাবে মুঠোফোন নির্মাতা মটোরোলার অন্যতম জনপ্রিয় ফ্লিপফোন রেজার। তবে স্মার্টফোনের যুগে পুরোনো নয়, বরং নতুন ভাঁজ করা পর্দা প্রযুক্তি নিয়েই হাজির হবে ফোনটি।

নকশায় আসল রেজরের ঐতিহ্য ধরে রাখা হয়েছে ফোনটিতে। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে একটি ভিডিও প্রকাশ করে মটোরোলার বর্তমান মূল প্রতিষ্ঠান লেনেভো। এতে দেখা যায়, ভাঁজ করা অবস্থায় দেখতে আসল মটোরোলা ফ্লিপফোন রেজরের মতো হলেও সেটি খুললে পুরোটা একটি টাচস্ক্রিনযুক্ত স্মার্টফোন হয়ে যায়। তবে সাধারণ স্মার্টফোন থেকে আকারে কিছুটা বড় থাকতে পারে নতুন রেজর।

যদিও ভিডিওটি প্রকাশ করার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি একজন মটোরোলাভক্তের তৈরি কল্পিত রেজর ফোনের ভিডিও বলে অভিযোগ ওঠে। অর্থাৎ লেনেভো যে রেজর স্মার্টফোনের ভিডিও দেখিয়েছে সেটি আসল নয়। এ নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, লেনেভো ভাঁজ করা রেজর ফোন তৈরি করবে কি না। তবে গত বছর ভাঁজ করা পর্দার রেজর ফোনের নকশার পেটেন্ট জমা করেছিল প্রতিষ্ঠানটি। চলতি বছরেই ফোনটি বাজারে আনার কথাও জানিয়ে আসছে তারা। বাজারে এলে নতুন মটোরোলা রেজর ফোল্ডেবল ফোনের দাম হতে পারে ১ হাজার ৫০০ মার্কিন ডলার।

শাওন খান, সূত্র: এনগেজেট