কর্মশালায় অংশগ্রহনকারীরা
কর্মশালায় অংশগ্রহনকারীরা

ফাইভ–জি নিয়ে সাংবাদিকদের জন্য কর্মশালা

ফাইভ-জি প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, যা মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে। এ জন্য ফাইভ-জির গুরুত্ব, কাজের পদ্ধতি, বিভিন্ন শিল্পে এই প্রযুক্তির ভূমিকা ও ব্যবহার বিষয়ে জানতে হবে। আজ রাজধানীর জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ফাইভ-জি: সম্ভাবনা, সুযোগ এবং পথ এগিয়ে’ শীর্ষক এক কর্মশালায় এ মন্তব্য করেন মুঠোফোন নির্মাতা অপো বাংলাদেশের ব্র্যান্ড বিভাগের প্রধান লিউ ফেং।

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং অপো যৌথভাবে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের জন্য এই কর্মশালার আয়োজন করে।

এ কর্মশালায় ফাইভ-জি প্রযুক্তির উন্নয়ন এবং এই প্রযুক্তি ব্যবহারের উপকারিতা নিয়ে আলোচনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান নাসির উদ্দিন আহমেদ।

কর্মশালায় বিআইজেএফের সভাপতি মোজাহেদুল ইসলাম বলেন, ‘দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় ফাইভ-জি ইতিবাচক প্রভাব ফেলবে। এই কর্মশালা থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে তথ্যবহুল প্রতিবেদন তৈরিতে আমাদের সহায়তা করবে।’

বিআইজেএফের সাধারণ সম্পাদক হাসান জাকির বলেন, বাংলাদেশে ফাইভ-জির ব্যবহার ক্রমেই বাড়ছে। আর তাই সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের এই প্রযুক্তি সম্পর্কে জানতে হবে।

কর্মশালায় অপো বাংলাদেশ গবেষণা ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মো. আশিকুর রহমান এবং পণ্য ব্যবস্থাপক কাজী আশিক আরাফাত অপোর ফাইভ-জি প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রযুক্তিপণ্যের কারিগরি দিক নিয়ে আলোচনা করেন।