প্রযুক্তি উদ্যোক্তা ও ইউটিউবার নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘টেক ডক্টরস মিটআপ ২.০’ নামের আয়োজন। রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে রেজিস্ট্রো ও সোহাগ ৩৬০ ডিগ্রি দ্য টেক ডক্টরস এর আয়োজক। অনুষ্ঠানে ইউটিউবের মাধ্যমে আয় ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘১০ মিনিট স্কুলে’র প্রধান নির্বাহী আয়মান সাদিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান মো. শিবলী শাহরিয়ার, পান্ডুঘর গ্রুপের মানবসম্পদ প্রধান এসএম আহবাবুর রহমান, ব্রেকবাইটের প্রধান নির্বাহী আসিফ আহনাফ, বিডিশপের প্রতিষ্ঠাতা জাকির হোসেন, ইজিয়ার টেকনোলজিস লিমিটেডের ব্যবসা উন্নয়ন ব্যস্থাপক নাইম খান প্রিন্স, ইনোভেডিয়াসের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, দ্য টেক ডক্টরের প্রতিষ্ঠাতা সোহাগ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে দেশের ইউটিউবের জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক চ্যানেলের পরিচালকেরা উপস্থিত ছিলেন।