ফুল স্ক্রিন অপশনে সুইচ করার পদ্ধতি
ফুল স্ক্রিন অপশনে সুইচ করার পদ্ধতি

উইন্ডোজ ১০ টিপস

পুরো পর্দায় স্টার্ট মেনু দেখবেন যেভাবে

আপনার যন্ত্রের ধরন শনাক্ত করে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম নিজ থেকেই স্টার্ট মেনু বা স্টার্ট স্ক্রিন চালু করে। সাধারণত উইন্ডোজে চলা ট্যাবে পুরো পর্দায় স্টার্ট মেনুর দেখা মিললেও কম্পিউটার বা ল্যাপটপে চালু হয় স্ট্যান্ডার্ড স্টার্ট মেনু। তবে চাইলেই কম্পিউটার বা ল্যাপটপে পুরো পর্দার স্টার্ট মেনু চালু করা যায়।

পুরো পর্দায় স্টার্ট মেনু দেখার জন্য প্রথমে স্টার্ট অপশনে ক্লিক করে ‘সেটিংস’ (গিয়ার আইকন) নির্বাচন করতে হবে। এবার সেটিংস থেকে ‘পারসোনালাইজেশন’ নির্বাচন করে ‘স্টার্ট’–এ ক্লিক করলেই দেখা যাবে ‘ইউজ স্টার্ট ফুল স্ক্রিন’। অপশনটির সুইচ মেনু ‘অন’ করলেই পূর্ণ স্ক্রিনের স্টার্ট মেনু দেখা যাবে। আবার আগের মতো স্ট্যান্ডার্ড স্টার্ট মেনু দেখতে হলে সুইচ মেনু ‘অফ’ করে দিতে হবে।