পুরোনো ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নেওয়ার ‘ল্যাপটপ এক্সচেঞ্জ’ অফার চালু করেছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচিটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে সচল পুরোনো ল্যাপটপ জমা দিয়ে যেকোনো ব্র্যান্ডের নতুন ল্যাপটপ নেওয়া যাবে।
সিস্টেমআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের ওয়েবসাইটে থাকা ল্যাপটপের তালিকা থেকে গ্রাহক নতুন ল্যাপটপ পছন্দ করতে পারবেন। পুরোনো ল্যাপটপের অবস্থা অনুযায়ী দাম নির্ধারণ করবে প্রতিষ্ঠানটি। নতুন ল্যাপটপের দামের সঙ্গে সমন্বয় পুরোনো ল্যাপটপের দাম সমন্বয় করা হবে। http://systemeye.net/offer/এ ঠিকানায় বিস্তারিত জানা যাবে।