অনলাইনে গবাদিপশু কেনা-বেচা উপলক্ষে ‘বিরাট হাট’ নামের কর্মসূচি চালায় বিক্রয় ডট কম এবং মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড। ওই কর্মসূচি বিজয়ী ১৩ জনকে পুরস্কৃত করেছে প্রতিষ্ঠান দুটি। গতকাল বুধবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীরা রেফ্রিজারেটর, টিভি, মাইক্রোওয়েভসহ ৬ লাখ টাকার পুরস্কার পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কমের বিপণন প্রধান ঈশিতা শারমিন, মিনিস্টার হাই-টেক পার্কের ব্র্যান্ড যোগাযোগ বিভাগের প্রধান কে. এম. জি. কিবরিয়া প্রমুখ।
ঈশিতা শারমিন বলেন, ‘বিরাট হাট কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া যায়। ঈদ উপলক্ষে অনলাইনে গবাদিপশুর চাহিদা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এবার সাইটে ১০ হাজারেরও বেশি কোরবানির পশুর বিজ্ঞাপন এসেছিল। প্রায় ৩ হাজার পশু বিক্রি হয়েছে।’