গুগলের সেফ সার্চ ফিল্টার
গুগলের সেফ সার্চ ফিল্টার

টিপস

নিরাপদে গুগল সার্চ করবেন যেভাবে

গুগলে প্রয়োজনীয় তথ্য সার্চ করলে অনেক সময় অপ্রয়োজনীয় বা অশ্লীল তথ্য ও ছবি দেখা যায়। এতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই গুগলের সেফ সার্চ ফিল্টার কাজে লাগিয়ে অনলাইনে তথ্য খোঁজার সময় অপ্রয়োজনীয় তথ্য, অশ্লীল ছবি ও ভিডিও ব্লক করা যায়।

গুগল সেফ সার্চ ফিল্টার চালুর জন্য প্রথমে www.google.com/preferences ঠিকানায় প্রবেশ করে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। এবার Search Settings-এর নিচে Search Results অপশনের মধ্যে SafeSearch Filters পাওয়া যাবে। ফিল্টারটির নিচে Turn on SafeSearch এর বাঁ পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে নিচে এসে Save বাটন চাপলেই সেফ সার্চ ফিচার চালু হয়ে যাবে।

এ ছাড়া www.google.com/safesearch ঠিকানায় ক্লিক করে আপত্তিকর ছবি বা ভিডিও ব্লক করা যায়। এ জন্য ওপরের ঠিকানায় প্রবেশ করে Explicit results filter অপশন চালু করতে হবে।