চীনের স্মার্টফোন বাজারে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে নিজস্ব অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে আনবে এইচটিসি।
তাইওয়ানের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি এবারে মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করেছে বলে জানিয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। এইচটিসির ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে উন্মুক্ত করার চেষ্টা করে যাচ্ছে এইচটিসি। যুক্তরাষ্ট্র এইচটিসির সবচেয়ে বড় বাজার হলেও গত দুই বছরে স্যামসাংসহ কয়েকটি প্রতিষ্ঠানের স্মার্টফোন বাজারে আসায় পিছিয়ে পড়ে এইচটিসি। চীনের বাজারের উপযোগী নতুন অপারেটিং সিস্টেমে চীনভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন সুবিধা রাখার পরিকল্পনাও করেছে প্রতিষ্ঠানটি।
এইচটিসি মূলত অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তৈরির ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়েছে। নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করলে গুগলের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে কিনা তা নিয়ে মুখ খোলেনি তাইওয়ানের প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, বর্তমানে অপারেটিং সিস্টেমের বাজারে অ্যান্ড্রয়েডের দখলে রয়েছে ৭৯ শতাংশ, আইওএসের দখলে ১৪ দশমিক দুই শতাংশ আর উইন্ডোজ দখল করেছে তিন দশমিক তিন শতাংশ।