গেমস

নরক থেকে দূরে

.

ভিজ্যুয়াল, শব্দ এবং রহস্যময়তা! এই তিনে মিলেই ভিডিও গেমস একটি অসাধারণ শিল্পকর্মে পরিণত হয়। আর ‘লিম্বো’ এই তিন শিল্পের নিখুঁত এক উদাহরণ। অনেক তো ঝাঁ-চকচকে, দৃষ্টিনন্দন আর গা ছমছমে গ্রাফিকসের গেম খেলেছেন। এবার একটু ভিন্ন ধাঁচের সাদা-কালো দ্বিমাত্রিক (টুডি) পাজল লিম্বো খেলে দেখুন।
লিম্বোতে আপনাকে একটি ছোট বালককে নিয়ন্ত্রণ করতে হবে, যে কিনা এক গহিন বনে বেড়ে ওঠে এবং কোনো প্রকার আগাম সতর্কতা ছাড়াই আপনি কে, বনে কীভাবে এলেন বা কোথায় যাবেন ভেবে কূল পাবেন না। এমন উদ্ভট পরিবেশে আপনাকেই খুঁজতে হবে কীভাবে এমন বিপজ্জনক জায়গা থেকে বের হতে হবে।
খেলার প্রথম অংশে আপনি অনেক অদ্ভুত আর মজার প্রাণীর সম্মুখীন হবেন এবং কিছু ছোট বাচ্চার মুখোমুখি হবেন, যারা কেউ আপনাকে পছন্দ করবে না। আর দ্বিতীয় অংশে নির্জন শিল্প এলাকা পাবেন। সেখানে যেতে যেতে ধাঁধা আরও আকর্ষণীয় ও কঠিন হয়ে উঠবে। খেলতে গিয়ে হঠাৎ মনে হবে আপনি এখন নরকে!
হ্যাঁ, লিম্বো খেললে আপনাকে নরকেও যেতে হবে। আপনি এখানে মারা যাবেন। কিন্তু চিন্তার কিছু নাই, এই গেম আপনাকে হতাশ করবে না। গেমের নির্মাতারা লিম্বোকে পরীক্ষামূলক এবং মৃত গেম হিসেবে বর্ণনা করে থাকেন। যেহেতু আপনি বনের মধ্য দিয়ে পথ তৈরি করবেন, তাই আপনাকে অনেক বাধা পেরোতে হবে, যা প্রায়ই আপনাকে অত্যন্ত ভয়ানকরূপে হত্যা করবে। কিন্তু মৃত্যুর পর আপনি ঠিক ফাঁদের আগে এসে পুনরায় আরম্ভ করতে পারবেন এবং খুঁজে পাবেন কীভাবে এখান থেকে বের হওয়া যায়।
উইন্ডোজ, ম্যাক এবং অ্যান্ড্রয়েড সংস্করণের লিম্বো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে বিস্ময়কর, আনন্দময় ও ভয়াবহ এক অভিজ্ঞতা দেবে, এটা নিশ্চিত।
খেলতে যা লাগবে
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড।
প্রসেসর: ২ গিগাহার্টজ
গ্রাফিকস কার্ড: ১২৮ মেগাবাইট।
হার্ডডিস্ক: ৪.৬ জিবি ফাঁকা জায়গা।
র্যাম: ৫১২ মেগাবাইট।
ডাইরেক্ট এক্স: ৯.০
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: https://goo. gl/XUPsb 6
পিসি: http://goo. gl/hShMSi