দেশীয় ই-কমার্স সাইট পিকাবু ডটকম নতুনভাবে ফিরছে। এত দিন ইলেকট্রনিক পণ্য বিক্রয়ের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিল পিকাবু। এবার লাইফস্টাইল পণ্যসহ মার্কেটপ্লেস হিসেবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি।
পিকাবু কর্তৃপক্ষ জানায়, নতুন করে বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। এখন নতুন ওয়েবসাইট, নতুন অ্যাপ, নতুন পণ্য নিয়ে জানুয়ারি মাস নাগাদ নতুন উদ্যমে কাজ শুরু হবে।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল পিকাবু বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে পিকাবু ডটকমের প্রধান নির্বাহী মরিন হোসেন তালুকদার বলেন, পিকাবু বন্ধ হচ্ছে না। নতুন বিনিয়োগ পেয়েছে। নতুন করে মার্কেটপ্লেস হিসেবে আবার ফিরছে। নতুন নতুন নির্বাচিত ও মানসম্মত পণ্যের ব্র্যান্ড যুক্ত হবে। এতে লাইফস্টাইল ব্র্যান্ড যুক্ত হবে। আগের ইলেকট্রনিক পণ্য লাইফস্টাইল ব্র্যান্ডে যুক্ত হবে।
মরিন জানান, পিকাবু (www.pickaboo.com) থেকে পণ্য ফরমাশের ক্ষেত্রে নতুন অনেক কিছুই যুক্ত করা হবে। মার্কেটপ্লেস চালু হলে ক্রেতারা তাঁদের পছন্দমতো পণ্য বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে কিনতে পারবেন। সাইটে বিভিন্ন মার্চেন্ট তাঁদের পণ্য বিক্রির জন্য দিতে পারবেন।