নকিয়া ব্র্যান্ডের নতুন স্মার্টফোন নকিয়া ১ প্লাস দেশের বাজারে উন্মুক্ত করেছে এইচএমডি প্লাস। অ্যান্ড্রয়েড ৯ (গো সংস্করণ) স্মার্টফোনটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট গো সুবিধা থাকবে বলে এইচএমডি গ্লোবালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নকিয়া নতুন স্মার্টফোনটিতে থ্রিডি টুলিংয়ের সাহায্যে উদ্ভাবনী উপকরণ ব্যবহার করে নকশা করা হয়েছে। নকিয়া ১ প্লাসের রয়েছে ৫ দশমিক ৪৫ আইপিএস ফুল স্ক্রিন ডিসপ্লে। নকিয়া ১ প্লাসের পেছনে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। গুগল ফটোসের আনলিমিটেড স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহক। ফোনটির দাম ৬ হাজার ৯৯৯ টাকা।