বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটো জি-৭ পাওয়ার’। ফোনটির দাম ১৯ হাজার ৯৯০ টাকা। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের ফোনটি ৬ দশমিক ২ ইঞ্চি মাপের। ১.৮ গিগাহার্টজ অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসরের ফোনটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
নতুন ফোনটি প্রসঙ্গে বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল পরিবেশক স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে মটোরোলা জি সিরিজের স্মার্টফোনগুলো সুপরিচিত। মটো জি-৭ পাওয়ার স্মার্টফোনে এমন সব ফিচার আছে, যা ফোনটিতে অনন্য হিসেবে স্বীকৃতি। একবার চার্জে তিন দিনের ব্যাকআপ সুবিধা থাকায় বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষের চাহিদা পূরণ করতে পারবে ফোনটি।
মটো জি-৭ পাওয়ার ফোনটির পেছন দিকে এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনের দিকে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড-৯ ব্যবহার করা হয়েছে।