মনের ভাব ছবির মাধ্যমে প্রকাশের সুযোগ থাকায় ইমোজির ব্যবহার বর্তমানে খুবই জনপ্রিয়। বিষয়টি মাথায় রেখে বিভিন্ন বিষয়ে ত্রিমাত্রিক (থ্রি–ডি) ইমোজি তৈরি করছে মাইক্রোসফট। সবকিছু ঠিক থাকলে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে ইমোজিগুলো ব্যবহারের সুযোগ মিলবে।
গত বছর থেকে ত্রিমাত্রিক ইমোজি তৈরির কার্যক্রম শুরু করলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট। তবে প্রতিষ্ঠানটিতে কাজ করা নান্দু কস্তা নামের এক ডিজাইনার জানিয়েছেন, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের জন্য এখনো ইমোজি তৈরি করছে মাইক্রোসফট। নতুন ইমোজিগুলো দেখতে অনেকটাই ত্রিমাত্রিক। এজন্য সম্প্রতি ইমোজি সিস্টেম বিভাগের কর্মীদের নতুন নির্দেশনাও দেওয়া হয়েছে।
গত বছর অনলাইনে অনুষ্ঠিত মাইক্রোসফটের হ্যাকাথন প্রতিযোগিতায় ত্রিমাত্রিক ইমোজি তৈরির বিষয়টি প্রথম আলোচনায় আসে। ত্রিমাত্রিক ইমোজি তৈরির অনুরোধ করা এক ব্যক্তির প্রশ্নের জবাবে নান্দু কস্তা সে সময় জানিয়েছিলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি।’
ধারণা করা হচ্ছে, ত্রিমাত্রিক ইমোজিগুলো উইন্ডোজ ১১ ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে না। শুধু তা–ই নয়, বর্তমানে ব্যবহৃত টু–ডি ইমোজিগুলোও মুছে ফেলা হতে পারে।
সূত্র: দ্য ভার্জ