জেটসন ওয়ান
জেটসন ওয়ান

ড্রোনে চড়ে উড়াল দিন

শখের বসে ড্রোন ওড়ান অনেকেই। কেউবা আবার ড্রোন দিয়ে ছবি বা ভিডিও করেন। এবার ড্রোনের আদলে তৈরি বাহনটিতে চড়ে পাখির মতো উড়াল দেওয়ার সুযোগ মিলবে। শুনতে অবাক লাগলেও একজন মানুষ নিয়ে টানা ২০ মিনিট উড়াল দিতে পারে জেটসন ওয়ান। তবে চাইলেই কেনা যাবে না এই উড়ুক্কু বাহন। থাকতে হবে উড়োজাহাজ চালানোর অনুমতি। নিতে হবে দুই দিনের প্রশিক্ষণও।

ব্যাটারিতে চলা বাহনটিতে ড্রোনের মতোই চারপাশে চারটি শক্তিশালী প্রপেলার আছে। চালকের নিরাপত্তায় আছে বিশেষ সফটওয়্যার। এটি কাজে লাগিয়ে বাহনটির উচ্চতা জানার পাশাপাশি গতি ও দূরত্ব অতিক্রমের তথ্য জানা যাবে। চালক ভুল করলে বা দুর্ঘটনার আশঙ্কা থাকলে সতর্কও করবে সফটওয়্যারটি। সুইডেনের জেটসন প্রতিষ্ঠানের তৈরি বাহনটি আগামী বছর কিনতে পাওয়া যাবে। দাম পড়বে ৯২ হাজার ডলার।

সূত্র: বিবিসি