গ্রাহক ব্যবস্থাপনায় ব্যবহৃত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সেলসফোর্স আরেক সফটওয়্যার নির্মাতা ট্যাবলিউ সফটওয়্যারকে কিনে নিচ্ছে। এতে ১৫ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার খরচ করছে সেলসফোর্স। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্যাবলিউ ব্যবহার করে নিজ থেকে অ্যানালিটিকসের সুবিধা নিতে পারবেন ব্যবহারকারী। যেকোনো দক্ষতাসম্পন্ন ব্যক্তি ডেটা ব্যবহার করে ট্যাবলিউ দিয়ে তা বিশ্লেষণ করতে পারেন। ভেরাইজন ও নেটফ্লিক্সের মতো প্রতিষ্ঠান এ সফটওয়্যার ব্যবহার করে।
অধিগ্রহণপ্রক্রিয়া শেষ হলে ট্যাবলিউ স্বাধীনভাবে কাজ চালিয়ে যাবে। এর প্রধান কার্যালয় সিয়াটলে থাকবে।
ট্যাবলিউয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যাডাম সেলপস্কি বলেন, ‘সেলসফোর্সের সঙ্গে যুক্ত হলে আমাদের সক্ষমতা বাড়বে এবং ডেটা বুঝতে অন্যদের সহযোগিতা করার সুবিধাও বাড়বে।’
গুগল সম্প্রতি ২৬০ কোটি মার্কিন ডলারে ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান লুকারকে অধিগ্রহণের ঘোষণা দেওয়ার পর সেলসফোর্সের পক্ষ থেকে ট্যাবলিউকে অধিগ্রহণের ঘোষণা এল।
সেলসফোর্সের চেয়ারম্যান মার্ক বেনিওফ বলেছেন, মানুষকে ডেটা দেখতে ও বুঝতে সাহায্য করে ট্যাবলিউ। সেলসফোর্স গ্রাহককে বুঝতে সাহায্য করে। দুটি সেরা প্রতিষ্ঠান এখন এক জায়গায় আসায় গ্রাহকের বাড়তি সুবিধা হবে।