২৮০ অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ থাকায় অনেকেই ইচ্ছেমতো মনের কথা টুইটারে প্রকাশ করতে পারেন না। এ নিয়ে আফসোসও করেন কেউ কেউ। সমস্যা সমাধানে এবার ‘নোটস’সুবিধা চালু করতে যাচ্ছে টুইটার। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ আড়াই হাজার শব্দের লেখা বিনিময়ের সুযোগ মিলবে টুইটারে। চাইলে লেখার সঙ্গে ছবি বা ভিডিও যুক্ত করা যাবে। খবর দ্য ভার্জের
নতুন এ সুবিধা চালু হলে ২৮০ অক্ষরের টুইট বার্তার সঙ্গে আকারে বড় লেখার লিংক যুক্ত করে টুইটারে বিনিময় করতে হবে। বন্ধুরা টুইট বার্তা পড়ার পাশাপাশি লিংকটিতে ক্লিক করলেই ‘নোটস’-এর আওতায় পাঠানো বড় লেখা পড়তে পারবেন। লেখার সঙ্গে থাকা ছবি ও ভিডিও দেখা যাবে। নোটসসুবিধার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, বিনিময় করা লেখা যেকোনো সময় সম্পাদনা করা যাবে। ফলে পুরোনো তথ্য মুছে ফেলে লেখা হালনাগাদ করা সম্ভব হবে।
এ বিষয়ে টুইটার জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ঘানার বেশ কিছু ব্যবহারকারীর ওপর নোটসসুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের বার্তা বিনিময়ের সুযোগ মিলত। তবে ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় পরে অক্ষরের সংখ্যা ২৮০ করে টুইটার। নতুন এ সুবিধা চালু হলে ইচ্ছেমতো মনের কথা বিনিময়ের সুযোগ মিলবে টুইটারে।