ইংরেজি ২য় পত্রে ভালো করার নিয়মকানুন জেনে নাও।
1. Using right form of verbs: একটি passage-এ পাঁচটি শূন্যস্থান দেওয়া থাকবে। শূন্যস্থানগুলো Verb-এর সঠিক রূপ দ্বারা পূরণ করতে হবে। Passageটি with বা without clues যেকোনো আকারেই থাকতে পারে। শুধু a, b, c, d ও e দিয়ে উত্তর লিখতে হবে।
2. Using appropriate prepositions: পাঁচটি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত preposition ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজ লিখতে হবে না। শুধু উত্তরগুলো a, b, c, d ও e আকারে লিখতে হবে।
3. Using articles: ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে। শূন্যস্থানগুলোতে a, an ও the ব্যবহার করতে হবে। শুধু প্রয়োজনীয় gap-গুলোতে article ব্যবহার করতে হবে। যেসব gap-এ article প্রয়োজন নেই, সেখানে ক্রস (´) চিহ্ন দিতে হবে। যেমন—
Long ago there was (a) — Emperor in (b) — China. He increased (c) — taxes very severely.
Answer: (a) an; (b) x; (c) the.
4. Using linking words or phrases and idioms: এ ক্ষেত্রে পরীক্ষায় যেকোনো একটি question থাকবে—
Using linking words: পাঁচটি শূন্যস্থান-সংবলিত একটি passage থাকবে। শূন্যস্থানগুলো পূরণের জন্য সাতটি linking word-এর ছক দেওয়া থাকবে, এর মধ্য থেকে সঠিক পাঁচটি শব্দ দ্বারা gap-গুলো পূরণ করতে হবে।
Using phrases and idioms : a, b, c, d ও e আকারে শূন্যস্থানসহ পাঁচটি পৃথক পৃথক বাক্য থাকবে। বাক্যের ভাব অনুযায়ী phrase/idiom দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করবে।
উত্তর প্রদানের ক্ষেত্রে শুধু উত্তর লিখলেই চলবে।
5. Changing the form of speech: একটি direct speech (প্রত্যক্ষ উক্তি)সহ একটি passage থাকবে, যা passage narration নামে পরিচিত। direct speech-গুলোকে indirect speech-এ পরিবর্তন করতে হবে।
6. Transformation of sentences: একটি passage দেওয়া থাকবে। Passage এ underline করা পাঁচটি বাক্যকে ভিন্ন ভিন্ন রূপে রূপান্তরিত করতে হবে।
7. Making tag questions: বিবৃতি, নির্দেশ, অনুরোধ (আবেগ, আনন্দ, বেদনা) ইত্যাদি প্রকাশক পাঁচটি বাক্য দেওয়া থাকবে। প্রতিটি বাক্য যথোপযুক্ত tag-সহ পুনরায় লিখে উত্তর করতে হবে। উত্তর লেখার সময় পুরো sentence-সহ tag লিখতে হবে এবং উত্তরের অংশ underline করবে।
8. Completing sentence parts : Detached sentence আকারে বিভিন্ন প্রকার পাঁচটি complex sentence-এর প্রথম অংশ দেওয়া থাকবে। উপযুক্ত অংশ যোগ করে পরিপূর্ণ বাক্য লিখতে হবে এবং উত্তরের অংশ underline করতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি sentence-কে সম্ভব হলে অবশ্যই complex sentence হিসেবে তৈরি করতে হবে।
9. Cloze passage: প্রশ্নপত্রের এ অংশটি cloze test with clues বা without clues যেকোনো প্রকারেই থাকতে পারে। ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া হবে। উত্তরে শুধু word-গুলো লিখতে হবে।
10. Writing reports or paragraphs: পরীক্ষায় নিচের দুই প্রকার প্রশ্নের যেকোনো একটি সংযোজিত হবে। Report writing : Report-গুলো যেকোনো স্মরণীয় মুহূর্ত, ঘটনা বা কল্পিত কোনো অবস্থা, যা শিক্ষার্থী ও তার বন্ধুবান্ধব, শিক্ষক কিংবা পরিচিত ব্যক্তি ও পরিবেশ, পরিস্থিতি-সম্পর্কিত হবে।
Or, Paragraph writing : তথ্য সারণি থেকে অনুচ্ছেদ লেখা, নমুনা থেকে অনুচ্ছেদ লেখা অথবা, প্রশ্নোত্তরের মাধ্যমে অনুচ্ছেদ লেখা-এ তিন প্রকার থেকে যেকোনো এক প্রকার paragraph থাকবে। চূড়ান্ত পরীক্ষায় ১০ নম্বর প্রশ্নে কোনো বিকল্প থাকবে না অর্থাত্ হয় report writing থাকবে, নতুবা তিন প্রকার paragraph থেকে যেকোনো এক প্রকার paragraph থাকবে। Paragraph-গুলো 100 থেকে 120 শব্দের মধ্যে লিখতে হবে।
11. Writing composition : বর্ণনামূলক, বিবৃতিমূলক, যুক্তিমূলক অথবা কল্পনাশ্রয়ী-এ চার প্রকার composition থেকে যেকোনো দুই প্রকার composition থাকবে। 200 শব্দের মধ্যে যেকোনো একটি composition লিখতে হবে।
12. Writing formal letter: শিক্ষার্থীদের প্রয়োজন হয়, এমন কিছু আবেদনপত্র থেকে যেকোনো একটি পরীক্ষায় সংযোজিত হবে। এ ছাড়া চাকরির বিজ্ঞাপনও থাকতে পারে এবং সে ক্ষেত্রে CVসহ application লিখতে হবে।
13. Writing a dialogue/summary: শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতা-সম্পর্কিত একটি situation দেওয়া থাকবে। তার ওপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত dialogue লিখতে হবে। এ প্রশ্নের বিকল্প হিসেবে একটি passage থেকে সারাংশও লিখতে বলা হতে পারে।
14. Completing a story: পরীক্ষায় একটি গল্পের শুরু অথবা outline দেওয়া থাকবে। সে অনুযায়ী একটি গল্প লিখতে হবে। অথবা, একটি কল্পিত অবস্থার কিছু অংশ দেওয়া থাকবে। একে নিজের মতো করে সম্পন্ন করতে হবে।
শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা