সম্প্রতি গ্যালাক্সি এস ১০ সিরিজের ডিভাইসগুলোতে নতুন হালনাগাদ এনেছে স্যামসাং। এ স্মার্টফোনটিতে গ্যালাক্সি নোট ১০ মডেলটির বেশ কিছু নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে। নতুন ফিচার হিসেবে এসেছে বুদ্ধিমান ওয়াই-ফাই অটো হটস্পট, এআর ডুডল ফাংশন ও ভিডিও সম্পাদনার মতো সুবিধা।
স্যামসাংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যালাক্সি নোট ১০ মডেলটিতে উন্নত গ্যালারি সুবিধা যুক্ত হয়েছে। সর্বশেষ সফটওয়্যার হালনাগাদে এ সুবিধা পাওয়া যাবে। এতে গ্যালারিতে সার্চ অপশনে গিয়ে কী-ওয়ার্ড দিয়ে সার্চ করা যাবে। উন্নত ডিভাইস সার্চ অপশন ব্যবহারকারীকে মাল্টিমিডিয়া স্ট্রিমিং অ্যাপের সুবিধা দিতে পারে। নতুন যোগ করা মিডিয়া অ্যান্ড ডিভাইসের কুইক প্যানেল ব্যবহারকারীদের মাল্টিমিডিয়া অভিজ্ঞতা দেবে।
ডিভাইসটির সর্বশেষ সংস্করণে যুক্ত হওয়া অটো হটস্পট ফিচার ফ্ল্যাগশিপ ডিভাইসটিকে ওয়াই-ফাই হাবে রূপান্তরিত করবে। ফিচারটি সেট-আপ দেওয়ার পর হটস্পট স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য স্যামসাং ডিভাইসের সঙ্গে যুক্ত হবে। এ ক্ষেত্রে একই রকম স্যামসাং অ্যাকাউন্ট অথবা ফ্যামিলি অ্যাকাউন্ট থাকতে হবে।
গত সেপ্টেম্বরে উন্মোচিত হওয়ার পর নোট ১০ এর সৃজনশীল টুলগুলো গ্যালাক্সি এস ১০-এ আনা হয়। এতে ডিভাইসটির এআর ডুডল ফাংশন ব্যবহারের মাধ্যমে 'এস পেন'-এর সহায়তা ছাড়া ব্যবহারকারীরা ভিডিও এবং ভাইব্রেন্ট ড্রয়িং করতে পারবেন। এর ভিডিও স্ট্যাবিলাইজেশনের মাধ্যমে ঝাঁকুনিতেও ছবি ভালো হয়। গ্যালাক্সি এস ১০-এর ভিডিও এডিটর ফিচারের মাধ্যমে সহজেই ব্যবহারকারীরা ভিডিও সম্পাদনা করতে পারেন।