যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষকের তথ্য

গেঞ্জির কাপড়ের মাস্ক অনেক বেশি কার্যকর

ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইনের গবেষণাগারে সহযোগী দুই গবেষকের সঙ্গে তাহের সাইফ (ডানে)। ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইনের গবেষণাগারে সহযোগী দুই গবেষকের সঙ্গে তাহের সাইফ (ডানে)। ছবি: সংগৃহীত
>মাস্ক তৈরির জন্য সিল্ক, সুতি, পলিয়েস্টার, কৃত্রিম তন্তুসহ ১০ রকমের কাপড় নেওয়া হয়। গবেষণায় গেঞ্জি বা টি-শার্ট তৈরিতে ব্যবহৃত কাপড়ে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।