অনুবাদসেবা গুগল ট্র্যান্সলেট
অনুবাদসেবা গুগল ট্র্যান্সলেট

গুগল ট্র্যান্সলেটও সার্চ ইতিহাস সংরক্ষণ করবে

গুগল সার্চ ইঞ্জিনে আমরা যেসব তথ্য খুঁজি তা নিয়মিত সংরক্ষণ করে থাকে গুগল। এবার সার্চ ইঞ্জিনের পাশাপাশি ‘গুগল ট্র্যান্সলেট’ ব্যবহারকারীদের সার্চ ইতিহাস সংরক্ষণ করবে। শুধু সংরক্ষণই নয়, ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টে সার্চ ইতিহাসের খুঁটিনাটি সব তথ্য সংরক্ষণ করবে অনুবাদসেবাটি।

ব্যবহারকারীরা চাইলেই নিজেদের গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে অ্যাক্টিভিটি লগইন অপশন থেকে গুগল ট্র্যান্সলেটের সার্চ ইতিহাস দেখার সুযোগ পাবেন। সার্চ ইতিহাসের তথ্য ক্লাউডেও স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করা যাবে। গুগল অ্যাকাউন্ট সেটিংস অপশন থেকে ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি কন্ট্রোল সেটিংস’ চালু করলেই সার্চ ইতিহাস নিয়মিত ক্লাউডে সংরক্ষণ হতে থাকবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ