বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের নাম বলতে বললে সবাই এখন গুগলের ক্রোম ব্রাউজারের নামই বলবেন। তবে সবচেয়ে নিরাপদ ব্রাউজার কি ক্রোম? এ প্রশ্নের উত্তর একেকজনের কাছে একেক রকম হতে পারে। তথ্য নিরাপত্তার জন্য জার্মানির ফেডারেল অফিস গুগল ক্রোমকে নিরাপদ ব্রাউজার মনে করে না। যাঁরা প্রাইভেসি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকেন, তাঁদের গুগল ক্রোম ব্যবহার করা উচিত নয় বলেই পরামর্শ দিয়েছে জার্মান ফেডারেল অফিস।
জার্মানির সরকারি এ সংস্থা গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার ও মাইক্রোসফট এজের বদলে মজিলার ফায়ারফক্সকে সেরা ব্রাউজার হিসেবে রেটিং দিয়েছে। তবে এ ব্রাউজারের সঙ্গে অপেরা, সাফারির তুলনা করেনি।
ওই সংস্থার পক্ষ থেকে জার্মানির সরকারি কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলা হয়েছে, সাইবার নিরাপত্তার জন্য ও প্রাইভেসি ঝুঁকি এড়াতে ফায়ারফক্স ব্যবহার করতে হবে। ক্রোম ও এজের মতো ইন্টারনেট ব্রাউজারগুলোতে মাস্টার পাসওয়ার্ড মেকানিজম সমর্থন নেই। তথ্য সংগ্রহ ও প্রতিষ্ঠানগত স্বচ্ছতাও নেই এসব ব্রাউজার নির্মাতাদের। নিরাপদ ব্রাউজার হতে গেলে যেসব ফিচার থাকতে হবে, তার সবই ফায়ারফক্সে রয়েছে।