ক্ষুদ্র উদ্যোক্তা বা এসএমই পণ্যের অনলাইন দোকান হিসেবে যাত্রা শুরু করেছে ঐক্য ডটকম ডটবিডি। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে আনুষ্ঠানিকভাবে এ অনলাইন স্টোরের ঘোষণা দেন এর উদ্যোক্তারা।
এর আওতায় ৪৯১টি উপজেলায় ঐক্য স্টোর কার্যক্রম চালু হবে এবং অনলাইনে এসএমই পণ্য কেনার সব সুবিধা থাকবে। এর বাইরে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের মাধ্যমে এ খাতে প্রশিক্ষণের ঘোষণা দেন এর উদ্যোক্তারা।
ঐক্যর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ঐক্যর উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ, ঐক্য সভাপতি শাহীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তাদের পাঁচটি বিভাগে পাঁচজন সফল উদ্যোক্তাকে চ্যানেল আই এসএমই এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। ঐক্যর অনলাইন স্টোরের লিংক https://www.oikko.com.bd/