ঢাকার কেরানীগঞ্জে হাইটেক পার্ক স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভারতীয় অর্থায়নে দেশের ১২ জেলায় ১২টি হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের অংশ হিসেবে কেরানীগঞ্জ দিয়েই এর কাজ শুরু হলো। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে এ পার্ক হবে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার কেরানীগঞ্জের ঝিলমিলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। কেরানীগঞ্জের ৩ দশমিক ২৭২ একর জমিতে এই হাইটেক পার্ক স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় ১৫ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কেরানীগঞ্জে হাইটেক পার্ক হলে এই এলাকার তরুণেরা গতানুগতিক ব্যবসা-বাণিজ্যর বদলে অনলাইনে কাজ করে উপার্জন করতে পারবেন। এটা দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন আনবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের প্রত্যেক মানুষ ভোগ করছে। হাইটেক পার্কগুলোর মাধ্যমে তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণেরা চাকরির ক্ষেত্র তৈরি করবে।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি খাতে ভারতের বিনিয়োগ বেড়েছে বলে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষসহ আইসিটি বিভাগ এবং ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।