ঘরে থাকা ওয়াই–ফাই নেটওয়ার্ক কাজে লাগিয়ে দীর্ঘদিন ইন্টারনেট ব্যবহার করলেও পাসওয়ার্ড মনে রাখতে পারেন না অনেকেই। ফলে নতুন মুঠোফোনে ইন্টারনেট চালু করতে বেশ সমস্যা হয়। এ সমস্যা থেকে মুক্তি দেবে উইন্ডোজ ১১। এ জন্য উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার চালু করে windows + I কি একসঙ্গে চেপে settings চালু করতে হবে। এবার network ও internet মেনুতে ক্লিক করে Advance network settings নির্বাচন করতে হবে। related settings থেকে more network adapter options লিংকের ওপর ক্লিক করলেই network connection control panel চালু হবে।
কন্ট্রোল প্যানেলে Wi-Fi আইকনে মাউসের ডানে ক্লিক করে status অপশনে ক্লিক করার পর Wi-Fi status দেখা যাবে। এখানে থাকা wireless properties বাটনে ক্লিক করলেই আরেকটি নতুন উইন্ডো চালু হবে। এবার security tab–এ ক্লিক করার পর network security key অপশনে আপনার ওয়াই–ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড লুকানো অবস্থায় দেখা যাবে। show characters-এর পাশের টিকচিহ্নতে ক্লিক করলে ওয়াই–ফাই পাসওয়ার্ডটি দেখা যাবে।