স্মার্টফোনের বাজারে ইতিমধ্যে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা–যুদ্ধ শুরু হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতারা তাদের পণ্যের প্রাথমিক ক্যামেরা হিসেবে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার শুরু করেছে। এ লড়াইকে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এ বছরের মাঝামাঝি সময়ে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর তৈরি শুরু করবে স্যামসাং।
সম্প্রতি মোবাইল ফোনের জন্য নতুন ইমেজ সেন্সরের ঘোষণা দিয়ে স্যামসাং কর্তৃপক্ষ বলেছে, বাজারে যেকোনো স্মার্টফোনের তুলনায় তাদের সেন্সরের রেজুলেশন ভালো হবে। স্যামসাংয়ের নতুন এ সেন্সরের নাম আইএসওসেল ব্রাইট জিডব্লিউ ১। এটি বড় মাপের সেন্সর বলে আরও বেশি আলো ধরতে পারবে।
ব্রাইট জিডব্লিউ ১ সেন্সরটি চারটি পিক্সেলকে একটি পিক্সেলে রূপান্তর করে ১৬ মেগাপিক্সেলের ছবি তৈরি করবে। এখনকার ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাগুলো এভাবে ১২ মেগাপিক্সেলের ছবি দেখায়। ভালো আলোয় তোলা ৬৪ মেগাপিক্সেলের ছবি পূর্ণ রেজুলেশনে দেখাতে সক্ষম হবে স্যামসাংয়ের নতুন সেন্সর। বর্তমানে সনির আইএমএক্স ৫৮৬ মেগাপিক্সেলের সেন্সরে এ ধরনের সুবিধা আছে। কিন্তু স্যামসাংয়ের এ সুবিধা ছিল না। স্যামসাং তাদের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরাতেও একই সুবিধা হালনাগাদ করার ঘোষণা দিয়েছে।
বর্তমানে স্যামসাং ছাড়াও হুয়াওয়ে, অপো, ভিভো, শাওমির মতো প্রতিষ্ঠান ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা বাজারে এনেছে। এ বছরের মাঝামাঝি সময়ে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর তৈরি শুরু করবে স্যামসাং। এ বছরেই নতুন স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনে নতুন এ ক্যামেরাপ্রযুক্তি যুক্ত হতে পারে।