প্রথমবারের মতো এক লাখ কোটি (এক ট্রিলিয়ন) ডলার বাজারমূল্যের মাইলফলক ছুঁয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। ২০১৮ সালে প্রথম অ্যাপল, এরপর মাইক্রোসফট ও আমাজন—চতুর্থ মার্কিন প্রতিষ্ঠান হিসেবে মাইলফলকটি স্পর্শ করল অ্যালফাবেট।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শেয়ারদর ১ ট্রিলিয়ন ডলারের (১ লাখ কোটি ডলার) মাইলফলক অতিক্রম করেছে। এদিন অ্যালফাবেটের প্রতিটি শেয়ারের মূল্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৫১ ডলারে পৌঁছায়।
এর আগে ২০১৮ সালে প্রথম ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। একই বছর দ্বিতীয় মার্কিন প্রতিষ্ঠান হিসেবে টিলিয়ন ডলার ক্লাবে নাম ওঠে আমাজনের। সর্বশেষ গত বছর ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কোম্পানি তালিকায় তৃতীয় মার্কিন প্রতিষ্ঠান হিসেবে নাম লেখাতে সক্ষম হয় বৈশ্বিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
এবার ট্রিলিয়ন ডলার ক্লাবে চতুর্থ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নাম উঠল গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের। তথ্যসূত্র: সিএনবিসি