হেল্পলাইন

একাধিক উইন্ডো সাজানো

উইন্ডোজ ৭ কিংবা উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে কম্পিউটারের ডেস্কটপে খুলে রাখা উইন্ডোগুলো মনিটরের পর্দায় পাশাপাশি বা ওপর-নিচ করে সাজানোর স্বয়ংস্ক্রিয় কিছু ব্যবস্থা আছে। কিছুটা অপ্রকাশ্য থাকায় এসব সুবিধার কথা অনেক ব্যবহারকারীর হয়তো জানা নেই।
পাশাপাশি উইন্ডোর জন্য আছে অ্যারো স্ন্যাপ সুবিধা। এই স্ন্যাপ সুবিধার মাধ্যমে হাত দিয়ে ধরে টেনে টেনে উইন্ডোর আকার পরিবর্তন করার বদলে কোন উইন্ডোকে পর্দার মাঝামাঝি বা দুটি উইন্ডোকে সহজেই পাশাপাশি রাখা যায়। এটি ব্যবহার করতে চাইলে Windows Key চেপে ধরে ডান অথবা বাঁ তির চিহ্নিত বোতামটি চাপতে হবে। বর্তমানে খোলা উইন্ডোটির আকার পরিবর্তিত হয়ে পর্দার ডান কিংবা বাঁ পাশে অবস্থান করবে। কোনো উইন্ডোর টাইটেল বারে ক্লিক করে মাউস চেপে ধরে পর্দার ডান অথবা বাঁ পাশের কিনারায় ছেড়ে দিতে হবে। তাহলে সেই উইন্ডোটি আপনা-আপনি নির্দিষ্ট আকারে বিন্যস্ত হবে।
ম্যাক্সিমাইজ, মিনিমাইজ: যেকোনো উইন্ডোর টাইটেল বারে ক্লিক করে মাউস দিয়ে টেনে সেটাকে পর্দার ওপরের দিকে ছেড়ে দিলে পর্দাজুড়ে দেখা যাবে বা ম্যাক্সিমাইজ হবে। এ ক্ষেত্রে টাইটেল বারটি মাউস দিয়ে টেনে দিতে হবে। একইভাবে টাইটেল বারটি মাউস দিয়ে টেনে পর্দার ওপরের প্রান্ত থেকে খানিকটা নিচে নামিয়ে ছেড়ে দিলে উইন্ডোটি আবার আগের আকার ফিরে পাবে। Windows Key চেপে ধরে ওপরের দিকের তির চিহ্নিত বোতামটি চাপলে ম্যাক্সিমাইজ এবং নিচের দিকের তির চিহ্নিত বোতামটি চাপলে উইন্ডোটি আগের মিনিমাইজড অবস্থায় আসবে। পুনরায় নিচের তির চিহ্নিত বোতাম চাপলে টাস্কবারে সেটি মিনিমাইজড হয়ে যাবে।
টাস্কবার থেকে উইন্ডোর আকার পরিবর্তন: টাস্কবারে ডান ক্লিক করলে তিনটি উইন্ডো ব্যবস্থাপনার অপশন দেখাবে—কাসক্যাড উইন্ডো, শো উইন্ডোজ স্ট্যাকড, শো উইন্ডোজ সাইড বাই সাইড। কাসক্যাড উইন্ডোজ অপশনটির মাধ্যমে খোলে রাখা বিভিন্ন উইন্ডোর টাইটেল বার একসঙ্গে দেখা যাবে। শো উইন্ডোজ স্ট্যাকড অপশনটি খোলা উইন্ডোগুলোকে একটার ওপর আরেকটা এভাবে লম্বালম্বিভাবে সাজিয়ে দেখাবে। শো উইন্ডোজ সাইড বাই সাইড অপশনটি সব খোলা উইন্ডোকে একটার পর একটা পাশাপাশি পর্দাজুড়ে দেখাবে। এর যেকোনো অপশন চাপলে সেটি আবার টাস্কবারে ডান ক্লিক করে আনডু অপশনের সাহায্যে উইন্ডোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। —মঈন চৌধুরী