বাজারে এসেছে ফুল এইচডি ডিসপ্লের নতুন ৪টি মডেলের এইচপি ল্যাপটপ। এর মধ্যে রয়েছে কোর আই ফাইভ এর ২টি মডেল এবং কোর আই সেভেন এর ২টি মডেল। এর মধ্যে এইচপি প্রোবুক ৪৪০ জি৬, এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোর আই ৫ মডেলের ল্যাপটপে ইন্টেল ৮ম জেনারেশন প্রসেসর, ৪ জিবি ডিডিআর ৪ র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা পাওয়া যাবে।
একই কনফিগারেশনের প্রোবুক ৪৪০ জি৬ এবং ৪৫০ জি৬ মডেলের ফুল এইচডি ডিসপ্লে সাইজ যথাক্রমে ১৪.১ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি। যেকোন সাইজেই ল্যাপটপটির দাম ৫৯ হাজার ৭০০ টাকা।
এইচপি প্রোবুক ৪৪০ জি৬, এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোর আই ৫ গ্রাফিক সংস্করণও পাওয়া যাবে। ১৪.১ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের ল্যাপটপটির দাম ৬৬ হাজার ৭০০ টাকা।
এইচপি প্রোবুক ৪৪০ জি৬, এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোর আই ৭ মডলের ল্যাপটপে রয়েছে ৮ জিবি ডিডিআর ৪ র্যাম, ২ জিবি এমএক্স ১৩০ মডেলের গ্রাফিক্স কার্ড, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। একই কনফিগারেশন এর প্রোবুক ৪৪০ জি৬ এবং ৪৫০ জি৬ মডেলের ফুল এইচডি ডিসপ্লে সাইজ যথাক্রমে ১৪.১ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি। উল্লেখিত পৃথক দুটি সাইজেই ল্যাপটপটির মূল্য ৮১ হাজার টাকা।
এইচপি প্রোবুক ৪৪০ জি৬, এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোর আই ৭ এসএসডি সংস্করণও পাওয়া যাবে। স্মার্ট টেকনোলজিসের বাজারে আনা ল্যাপটপটির দাম ৮৮ হাজার টাকা।