উত্তর দেওয়া সহজ হবে অনুশীলন করলেই

প্রিয় পরীক্ষার্থী, গণিত অনেকের কাছে কঠিন মনে হয়। গণিত অনুশীলন করলে বিষয়টি অনেক সহজ মনে হবে।
মনে রাখবে, গণিতে সামান্য ভুলের জন্যও নম্বর কাটা যেতে পারে। বীজগণিতের সূত্রগুলোর প্রয়োগকৌশল অবশ্যই নিয়মিত অনুশীলন করবে। জ্যামিতি না বুঝে মুখস্থ করবে না। চিত্র সঠিকভাবে আঁকতে শিখবে এবং জ্যামিতির চিত্র অনুসারে বুঝে বর্ণনা লিখবে।
যা মনে রাখবে: উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে।
আসন্ন উত্তরে ‘প্রায়’ কথাটি লিখবে।
যথাস্থানে সমান (=) বন্ধনী চিহ্ন না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে।
বীজগণিতের সমাধান পাটিগণিতীয় নিয়মে করবে না। পাটিগণিতীয় সমাধান বীজগণিতীয় নিয়মে করা যাবে।
সমাধানের স্তরে প্রয়োজনীয় কারণ, সাইড নোট দেবে।
প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখে উত্তর শুরু করবে।
জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে প্রমাণ লিখলে অথবা বর্ণনা ও প্রমাণের সঙ্গে চিত্রের মিল না থাকলে নম্বর পাবে না।
সম্পাদ্যের চিত্র নিখুঁতভাবে আঁকতে হবে। বর্ণনা না লিখলেও শুধু চিত্রের জন্য আংশিক নম্বর বরাদ্দ থাকে।
বিশেষ নির্বচন চিত্রের পরে লিখবে। সাধারণ নির্বচন না লিখলেও হবে।
বিশেষ নির্বচন চিত্রের ওপরে লিখলে বা বিশেষ নির্বচন ভুল হলে নম্বর পাবে না। চিত্র পেনসিল দিয়ে আঁকবে।
গ্রাফের অঙ্ক সমাধান করার সময় চিত্র গ্রাফ পেপারে আঁকবে এবং বর্ণনা খাতায় লিখে এর পাশে গ্রাফ পেপার লাগবে।


সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা