ঈদের আগে কম দামে মোবাইল ফোন

ঈদের কেনা কাটা শুরু হয়ে গেছে। অনেকেই নতুন পোশাকের পাশাপাশি এখন ঈদ বাজারে প্রযুক্তিপণ্য কেনেন। এর মধ্যে স্মার্টফোন কিনতে আগ্রহী অনেক ক্রেতা। রাজধানীর কয়েকটি স্মার্টফোনের বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগে স্মার্টফোনের কেনাবেচা আগের তুলনায় বেড়েছে। ঈদের আগে ক্রেতা আকর্ষণ করতে কয়েকটি স্মার্টফোনের দাম কমানোর পাশাপাশি ছাড় ও উপহারের ঘোষণাও দিয়েছে বিভিন্ন স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান। জেনে নিন এ সম্পর্কে:
মটোরোলা ওয়ান স্মার্টফোন
মটোরোলা ওয়ান স্মার্টফোন


দাম কমেছে মটোরোলা ওয়ান হ্যান্ডসেটের

মটোরোলা ওয়ান হ্যান্ডসেটের দাম কমিয়েছে বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস। গ্রাহকেরা মটোরোলা ওয়ান হ্যান্ডসেটটি এখন ২০ হাজার ৯৯০ টাকায় কিনতে পারবেন। অনলাইনে গ্রাহকেরা মটোহাব, এডিসন শপ, রবিশপ এবং পিকাবু থেকে সাদা এবং কালো রংয়ের মটোরোলা ওয়ান হ্যান্ডসেটি কিনতে পারবেন। ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন ৬২৫ চিপসেট ও অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৫ দশমিক ৯ ইঞ্জির এইচডি প্লাস ম্যাক্স ভিশন নচ ডিসপ্লে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম আছে এতে। এর ব্যাটারি ৩০০০ মিলি অ্যাম্পিয়ার। ফোনটিতে ১৩ + ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ডেফথ সেন্সিং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ওয়ান হওয়ায় অ্যানড্রয়েডের পরবর্তী দুটি আপডেট নিশ্চিতভাবে পাওয়া যাবে। ঈদ উপলক্ষে মাসব্যাপী ক্যাশব্যাক অফারও চালু করেছে মটোরোলা। তাদের বিশেষ কর্মসূচির আওতায় মটোরোলার ফোন কিনলে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পুরো রমজান মাসজুড়ে মটোরোলার যেকোনো মডেলের ফোন কিনলে দুই হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। মটো জি৭ এর ক্ষেত্রে ক্যাশব্যাক সুবিধা বা মাইক্রোল্যাব স্পিকার (১০৬-বিটি) জেতার সুযোগ পাওয়া যাবে। ৬ জুন পর্যন্ত এ অফার থাকবে।

ওয়াই ফাইভ ২০১৯


হুয়াওয়েতে মূল্য ফেরত

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে নতুন ফোন নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ওয়াই ফাইভ ২০১৯ নামের নতুন এ ফোনটিতে রয়েছে উন্নত মানের ক্যামেরা, ২ জিবি র্যাম, ফক্সলেদার ফিনিশসহ অভিজাত ডিজাইন ও ডুয়েল ভোল্টি সুবিধা। বাজারে ওয়াই সিরিজের ফোন ওয়াই সেভেন প্রো ২০১৯ এর নতুন সংস্করণ ওয়াই সেভেন প্রো ২০১৯ (৬৪ জিবি) পাওয়া যাচ্ছে। স্মার্টফোন দুটিতে হুয়াওয়ের গ্রান্ড ঈদ অফার চলছে। এতে স্ক্র্যাচ কার্ডে মোটরবাইক, থাইল্যান্ড ভ্রমণের সুযোগ মিলতে পারে। এছাড়া ও রয়ছে মূল্য ফেরত বা ক্যাশব্যাক অফার। ১৩ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা মিলবে ওয়াই ফাইভ ২০১৯ স্মার্টফোনটিতে। ফোনটিতে রয়েছে ৩২ জিবির বড় স্টোরেজ সুবিধা। ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম। ফোনটিতে রয়েছে অত্যাধুনিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৯ ও হুয়াওয়ের নিজস্ব আপডেট ইএমইউআই ৯.০। হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ ফোনে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি রম থাকছে। ৪০০০ এমএইচ শক্তিশালী ব্যাটারির এ ফোনটিতে রয়েছে ৬.২৬ ইঞ্চির বড় ডিউড্রপ ডিসপ্লে। ছবির জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাসহ থাকছে ১৩ ও ২ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা। দেশের বাজারে ওয়াই ফাইভ ২০১৯ ও ওয়াই সেভেন প্রো ২০১৯ (৬৪ জিবি) ফোন দুটি পাওয়া যাবে ৯ হাজার ৯৯৯ টাকা ও ১৫ হাজার ৯৯৯ টাকায়।

মি এ২


শাওমিতে মূল্য ছাড়

ঈদ উপলক্ষে রেডমি গো, রেডমি ৬ এ, মি এ২ সহ নির্দিষ্ট স্মার্টফোনে উপহার ও মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে শাওমি। মি এ২ (৪ + ৬৪ জিবি) ফোনে ৩ হাজার টাকা মূল্যছাড় পাওয়া যাবে। ফোনটির বর্তমান ২০ হাজার ৯৯৯ টাকা। রেডমি ৬এ (২ + ১৬ জিবি) ফোনটির দাম ৫০০ টাকা ছাড়। এর দাম ৮ হাজার ৯৯৯ টাকা। রেডমি গো কিনলে গ্রাহকেরা টি-শার্ট ফ্রি পাবেন। বাংলালিংক গ্রাহকেরা যেকোনো শাওমি স্মার্টফোন প্রতি মাসে ১ জিবি করে ১২ মাসে মোট ১২ জিবি বিনা মূল্যে মোবাইল ডেটা পাবেন।

গ্যালাক্সি এস টেন


স্যামসাংয়ের ছাড়–উপহার

ঈদ সামনে রেখে ‘আ গ্র্যান্ড ইনভাইট’ শীর্ষক প্রচারণা চালু করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। রমজান মাসজুড়ে দেশব্যাপী বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা। এ সময় গ্যালাক্সি এস টেন সিরিজের ফোন কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা ক্যাশব্যাক কিংবা ফ্রি গ্যালাক্সি বাডজ পাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া গ্যালাক্সি নোট নাইন ও গ্যালাক্সি এস নাইন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ পাওয়া যাবে। বিকাশ গ্রাহকেরা স্যামসাংয়ের যেকোনো যন্ত্র কিনে সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। পাশাপাশি, আগ্রহী ক্রেতারা গ্যালাক্সি এ থার্টি ২২ হাজার ৯৯০ টাকার পরিবর্তে মাত্র ২০ হাজার ৯৯০ টাকায় এবং গ্যালাক্সি এ ফিফটি ২৬ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৪ হাজার ৯৯০ টাকায় কিনতে পারবেন। এক্সচেঞ্জ বা বিনিময়ে গ্যালাক্সি এ ফিফটি কেনার ক্ষেত্রে ক্রেতারা তিন হাজার টাকা বাড়তি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা। দ্বিতীয় বছরের ওয়ারেন্টি প্ল্যান কেনার ক্ষেত্রে নেভার মাইন্ড অফারে সর্বোচ্চ ১০০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।

অপো এফ১১


অপোর অফার

আগামী ৬ জুন পর্যন্ত অপো এফ১১ এবং অপো এ৭ সিরিজের যেকোনো হ্যান্ডসেট কিনেই ক্রেতারা জিতে নিতে পারেন আইসিসি বিশ্বকাপে ইংল্যান্ড ভ্রমণের সুবর্ণ সুযোগ অথবা নগদ এক লাখ টাকা পুরস্কার অথবা এক্সক্লুসিভ অপো এফ১১ প্রো মার্ভেল অ্যাভেঞ্জার্স সংস্করণের হ্যান্ডসেট এবং অন্যান্য উপহার।

সিম্ফনি আই১৫


সিম্ফনিতে মূল্য ছাড়

ঈদ উপলক্ষে সিম্ফনি আই১৫ মডেলের ফোন এক হাজার টাকা ছাড়ে ৫ হাজার ৬৯০ টাকা, ভি৭৫ ৭৫০ টাকা ছাড়ে ৪ হাজার ৭৯০ টাকা, ভি৯৮ ২০০ টাকা ছাড়ে ৪ হাজার ৫৪০ টাকা, ভি১৪২ ৩৫০ টাকা ছাড়ে ৫ হাজার ৪৯০ টাকা এবং হ্যালিও এস৫ তিন হাজার টাকা ছাড়ে ১০ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

পপ ওয়ানএস ১


টেকনোর স্মার্টফোন ছাড়

টেকনো পপ ওয়ানএস ১ হাজার টাকা ছাড়ে ৭ হাজার ৪৯০ টাকা এবং ক্যামন আই স্কাই২ এক হাজার ৭০০ টাকা ছাড়ে ৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।