অনলাইনে ই-প্লাজা থেকে এয়ার কন্ডিশনার কেনায় মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন। সামার গণ অফারের আওতায় যে কোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ইপ্লাজা ডট ওয়ালটনবিডি ডটকম (eplaza.waltonbd.com) থেকে সব ধরনের এসি কেনায় ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। সেপ্টেম্বর মাস জুড়ে এ অফার চলবে। অনলাইন থেকে কেনা এসিতে রয়েছে ফ্রি ইনস্টলেশন সুবিধা।
ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং এসি বিভাগের প্রধান নির্বাহী মোহাম্মদ তানভির রহমান বলেন, এ বছর দেশের বাজারে এসির ব্যাপক চাহিদা বেড়েছে। ২০১৮ সালের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ১২২ শতাংশ বেশি এসি বিক্রি হয়েছে। ক্রেতাদের আস্থা বাড়াতে ই-প্লাজায় বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বর্তমানে বাজারে রয়েছে ১, দেড় এবং ২ টনের ১৫ মডেলের ওয়ালটন স্প্লিট এসি। যার দাম ৩৬ হাজার ৯০০ টাকা থেকে ৭৬ হাজার ৪০০ টাকার মধ্যে। ই-প্লাজায় মূল্যছাড়ে এ গুলো মাত্র ৩৩ হাজার ২১০ টাকা থেকে ৬৮ হাজার ৭৬০ টাকায় কেনা যাবে। বিজ্ঞপ্তি।