ইলন মাস্ক
ইলন মাস্ক

ইলন মাস্কের সুপারকম্পিউটার নিয়ে সমালোচনা কেন

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নানা ধরনের হঠকারী সিদ্ধান্তের জন্য বছরজুড়েই আলোচনায় থাকেন। এবার তিনি আলোচনায় এসেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সুপারকম্পিউটার তৈরি করে। কলোসাস নামে এই সুপারকম্পিউটার তৈরি করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সএআই। প্রতিষ্ঠানটির তথ্য মতে, কম্পিউটারটিতে এনভিডিআর শক্তিশালী এইচ১০০ মডেলের এক লাখ চিপ ব্যবহার করা হয়েছে। শক্তিশালী গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) থাকায় সুপারকম্পিউটারটিতে এআই দিয়ে বিভিন্ন কাজ দ্রুত করা যায়।

কলোসাস সুপারকম্পিউটারকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই প্রশিক্ষণ ব্যবস্থা হিসেবে সবার কাছে তুলে ধরেছে এক্সএআই। কিন্তু এ বিষয়ে একমত নন পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান। কলোসাসের সমালোচনা করে তিনি বলেন, জেনারেটিভ এআই নিয়ে যে প্রতিযোগিতা চলছে, সেখানে এক্সএআইয়ের সুপারকম্পিউটারটিকে নিছকই একটি অংশ বলা যায়। মডিউলার এআই নামে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ক্রিস ল্যাটনার বলেন, এনভিডিআর ব্যয়বহুল ও অসংখ্য চিপের ওপর মাস্কের অত্যধিক নির্ভরতা দেখা যাচ্ছে। ইলন তাঁর নিজস্ব জিপিইউ তৈরির কাজ করছেন।

কলোসাস নিয়ে সমালোচনা থাকলেও ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো এআই প্রতিষ্ঠানের সমকক্ষ হওয়ায় চেষ্টা করছেন ইলন মাস্ক। আর তাই কয়েক মাসের মধ্যে চিপের সংখ্যা দ্বিগুণ করে সুপারকম্পিউটারটির ক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

কলোসাস সুপারকম্পিউটারের ক্লাস্টার মাত্র ১২২ দিনের মধ্যে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এক্সএআই। যদিও কলোসাস সুপারকম্পিউটার একই সময়ে এক লাখ জিপিইউ ব্যবহার করে কাজ করে কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে অনেকেরই। শুধু তা–ই নয়, সুপারকম্পিউটার চালানোর জন্য অনুমোদন ছাড়াই গ্যাস টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে এক্সএআই।

সূত্র: বিজনেস ইনসাইডার