বাংলাদেশে আসছে নতুন রাইড শেয়ার প্রতিষ্ঠান ‘ড্রাইভিল’। যুক্তরাষ্ট্রভিত্তিক এ উদ্যোগ শিগগিরই বাংলাদেশ ছাড়াও আরও দুটি দেশে যাত্রা করবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে অ্যাপভিত্তিক নতুন এ রাইড শেয়ার সেবা। ড্রাইভিল মূলত বহুজাতিক প্রতিষ্ঠান।
ড্রাইভিলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়াহিদ উজ্জ্বল বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। ড্রাইভিলের বাংলাদেশ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৯ সালে ড্রাইভিল যাত্রা শুরু করে। দেশে শিগগিরই এটি উদ্বোধন করা হবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে স্বল্প পরিসরে ড্রাইভিল চালু করা হবে। সরকারের সব ধরনের বিধিনিষেধ মেনে এ সেবা চালু হবে।’
রাইড শেয়ারিং সুবিধার পাশাপাশি নিরাপত্তা নিয়ে অনেক সময় আতঙ্কে থাকেন যাত্রীরা। সেই বিষয়কে নজর দিয়ে ড্রাইভিল তাদের নিরাপত্তাব্যবস্থার দিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। মূলত, নিরাপত্তাব্যবস্থা এবং কম খরচে রাইড শেয়ারিং দিতে কাজ করবে ড্রাইভিল। এ অ্যাপে প্রয়োজনীয় ও আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে।
বর্তমানে কোভিড পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের নির্দেশে ঢাকা ব্যতীত সারা দেশে বন্ধ আছে রাইড শেয়ার সেবা। শুধু ঢাকায় ড্রাইভিল কার্যক্রম চালু হবে। তবে ইন্টারসিটি সেবার মাধ্যমে যেকেউ ঢাকার বাইরেও যেতে পারবেন। সরকার রাইড শেয়ার সেবা উন্মুক্ত করলে ড্রাইভিল সারা দেশে চালু হবে।