বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ই-ক্যাবের নতুন কমিটির সদস্যরা। রোববার ঢাকার ধানমণ্ডিতে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ই-ক্যাবের নতুন কমিটির সদস্যরা। রোববার ঢাকার ধানমণ্ডিতে

আবারও ই-ক্যাবের নেতৃত্বে শমী কায়সার-আব্দুল ওয়াহেদ

সভাপতি শমী কায়সার ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ

দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন শমী কায়সার ও মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ। গত শনিবার অনুষ্ঠিত ই-ক্যাব নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের নয়টি পদের মধ্যে আটটিতে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শমী কায়সারের নেতৃত্বাধীন অগ্রগামী প্যানেল।

আজ সোমবার রাতে নির্বাচিত ৯ পরিচালক নিয়ে ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সোমবার নির্বাচিত নয় পরিচালকের মধ্যে পদবণ্টন করে নতুন কমিটির ঘোষণা দেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আমিন হেলালী।

ই-ক্যাবের নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার, অর্থ সম্পাদক আসিফ আহনাফ এবং পরিচালক সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান, মো. ইলমুল হক ও মো. সাইদুর রহমান।

টানা দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণের পর শমী কায়সার প্রথম আলোকে বলেন, ‘আমরা গত বছরগুলোতে বিশেষ করে করোনা মহামারির সময়ে সদস্য ও ভোটারদের পাশে ছিলাম। এই খাতের উন্নয়নে কাজ করেছি। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করার জন্য আগামী দুই বছর আমি ও আমার দলের সদস্যরা কাজ করব।’

ই-ক্যাবের প্রতিষ্ঠার পর থেকে এবার নিয়ে চানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ।