অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণে চলা বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোনে আজ থেকে ব্যবহার করা যাচ্ছে না হোয়াটসঅ্যাপ। কারণ, পুরোনো অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোন সমর্থন করছে না হোয়াটসঅ্যাপ। ফলে বিশ্বজুড়ে অনেকেই নিজেদের মুঠোফোনে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি ব্যবহার করতে পারছেন না। হোয়াটসঅ্যাপের সমর্থন হারানো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনের তালিকা একনজরে দেখে নেওয়া যাক।
অ্যান্ড্রয়েড ৪.১ অপারেটিং সিস্টেমের আগের কোনো সংস্করণে চলছে না হোয়াটসঅ্যাপ। এ তালিকায় বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন রয়েছে। সেগুলো হলো এলজির অপটিমাস এফ৭, অপটিমাস এল৩ টু ডুয়েল, অপটিমাস এফ৫, অপটিমাস এল৫ টু, অপটিমাস এল৫ টু ডুয়েল, অপটিমাস এল৩ টু, অপটিমাস এল৭ টু ডুয়েল, অপটিমাস এল৭ টু, অপটিমাস এফ৬, অপটিমাস এল৪ টু ডেয়েল, অপটিমাস এফ৩, অপটিমাস এল৪ টু, অপটিমাস এল২ টু, অপটিমাস এফ৩ কিউ এবং এলজি ইন্যাক্ট।
তালিকায় থাকা অন্য মুঠোফোনগুলো হলো শাওমির হংএমআই, হংএমআই১ এস, এমআই২ এ, এমআই২ এস এবং রেডমি নোট ফোরজি, হুয়াওয়ের অ্যাসেন্ড ডি, অ্যাসেন্ড ডি১, অ্যাসেন্ড পি১ এস এবং কোয়াড এক্সএল এবং স্যামসাংয়ের গ্যালাক্সি ট্রেন্ড লাইট, গ্যালাক্সি এস ৩ মিনি, গ্যালাক্সি এক্সকাভার ও এক্সকাভার২।