সুবিশাল তুষারগোলকসদৃশ ধূমকেতু আইসন ধ্বংস হয়ে গেছে। এটি মহাশূন্যে গত সপ্তাহে সূর্যের সঙ্গে ‘সংঘর্ষে’ টিকে থাকতে পারেনি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) গবেষক সি অ্যালেক্স ইয়ং গত মঙ্গলবার বলেন, আইসনের মৃত্যুর সময়টি সুনির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি। তবে এটি এখন অদৃশ্য হয়ে গেছে এবং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। ‘ক্রিসমাস কমেট’ নামে পরিচিত আইসন গত বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সূর্যের মাত্র ১১ লাখ ৭০ হাজার কিলোমিটার দূরত্ব দিয়ে পার হয়ে যায়। জ্যোতির্বিদেরা আগেই বলেছিলেন, ৪৫০ কোটি বছরের পুরোনো ধূমকেতুটি সূর্যের সংস্পর্শে দুই হাজার ৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি সেকেন্ডে ৩০ লাখ টন ভর হারাতে পারে। এএফপি।