>দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আইফোন ১১ উন্মোচন করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। যুক্তরাষ্ট্রের কুপারটিনোর স্টিভ জব থিয়েটারে আইফোন ১১ উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন আইফোন ঘিরে অ্যাপলপ্রেমীদের প্রত্যাশা থাকে ব্যাপক। এবারের আইফোন ঘোষণার অনুষ্ঠানে তাদের বেশ কিছু চমক দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।